রাউজানের আধারমানিক পূর্ব গুজরা এলাকায় রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে পুড়েছে ১২টি বসতঘর।
বুধবার (১৪ আগস্ট) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দীন জানান, পূর্ব গুজরা এলাকায় রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে ৪জন মালিকের ১২টি বসতঘর পুড়ে গেছে।
তিনি জানান, ভোর আড়াইটার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুইটি গাড়ি গিয়ে ভোর ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দীন।