রাজধানীর বংশালের সিদ্দিকবাজারের ‘ফাটল’ দেখা দেয়া তিনটি ভবন সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে সরেজমিন পরিদর্শন শেষে ভবন তিনটি সিলগালা করে দেয়।
রাজউকের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের নেতৃত্বে একটি দল দুপুরে ভবন তিনটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভবনে বসবাসরতদের জানমালের নিরাপত্তায় তা সিলগালা করে দেয়া হয় বলে গণমাধ্যমকে জানান ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম।
এর আগে, মঙ্গলবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ভবন তিনটি থেকে এর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যান।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান সাংবাদিকদের জানান, সিদ্দিকবাজারের ৯৯, ১০১, ১০০/৩ বাসা তিনটির একতলা ও চারতলায় ফাটল দেখা দিয়েছে।
রাজউকের প্রকৌশলীর এসে ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করছেন। ১০১ নম্বর হোল্ডিংয়ের ভবনটি হেলে পড়ার আশঙ্কা করছেন তারা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা সংবাদমাধ্যমকে জানান, ভবন তিনটির মধ্যে একতলাবিশিষ্ট ৯৯ নম্বর হোল্ডিং ও চারতলাবিশিষ্ট ১০১ নম্বর বাড়ির অবস্থা খুবই খারাপ। তারা বাড়ির মালিককে বাড়িটি ভেঙে নতুন ভবন নির্মাণ করতে বলেছেন। –