অগ্নিকাণ্ডের ঘটনাটিতে রহস্যের গন্ধ পাচ্ছে জামায়াতে ইসলামী

0
96

শুক্রবার সকালে বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটিতে রহস্যের গন্ধ পাচ্ছে জামায়াতে ইসলামী। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতিও দিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিএসইসি ভবনের ১১ তলায় অবস্থিত আমার দেশ পত্রিকা অফিসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিসে রহস্যজনক অগ্নিকাণ্ডে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। এই অগ্নিকাণ্ডে আমার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডের পেছনে কোন রহস্য আছে কি-না তা খতিয়ে দেখা প্রয়োজন। ২০১৩ সালের ৬ জুন থেকে সরকার আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দিয়েছে।’

বিবৃতিতে শফিকুর বলেন ‘আমি আশা করি সরকার এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটন করবেন এবং রহস্যজনক অগ্নিকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাবিহীত ব্যবস্থা গ্রহণ করবেন। সে সাথে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।’

শুক্রবার সকালে ১১টা ৪৮ মিনিটে কাওরান বাজারে অবস্থিত বিএসইসি ভবনের ১১তলায় আগুন লাগে। ওই তলায় অবস্থিত আমার দেশ পত্রিকার কার্যালয় থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল। এরপর ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরআগে ২০০৭ সালের ফেব্রুয়ারিতেও ওই ভবনটিতে আগুন লাগে।