অডিও রেকর্ড ডা. শাহাদাত’র নয়

0
83

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নির্দেশ দিয়ে যে রেকর্ড বিভিন্ন মাধ্যমে প্রকাশ হয়েছে তা আমার নয়, সেটি ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন সাকার।’ সংবাদ সম্মেলন ডেকে বলেছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা নিয়ে ‘দৈনিক খবর টোয়েন্টিফোর ডট কম’ নামে একটি অনলাইন পত্রিকা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। যেটি সম্পুর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। অথচ ফেনীর হামলায় জড়িতদের নাম, ছবিসহ মিডিয়া ও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। যার পরিচালনার মূল দায়িত্বে ছিলেন শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূইয়া, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন সাকার নাম। চেয়ারম্যান শাহাদত হোসেন সাকার নামের জায়গায় আমার নাম পাল্টিয়ে এই অপপ্রচার চালানো হয়েছে। এটি একটি মহলের পরিকল্পিত অপপ্রচার।’

তিনি আরও বলেন, ‘দৈনিক খবর টোয়েন্টিফোর ডট কম’ অনলাইন পত্রিকাটি রোববার আনুমানিক রাতে দেড়টার দিকে যে সংবাদ আমার ছবি ও আমার কন্ঠ বলে যে অডিও প্রকাশ করা হয়েছে, তা মিথ্যা ও ভিক্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আমার ৩০ বছর রাজনৈতিক জীবনে কাউকে মারা তো দূরের কথা; তাপ্পরমারারও নির্দেশ দিয়েছি এমন কেউ বলতে পারবে না। আমি সবসময় রাজনীতির সুষ্ঠু ধারায় বিশ্বাসী এবং পরিচ্ছন্ন রাজনীতি করে এসেছি। এছাড়াও আমার কন্ঠ দেশবাসী চিনে ও জানে। কারণ বিভিন্ন টকশো ও মিডিয়াতে আমি সবসময় কথা বলে আসছি।’

‘এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এ রেকর্ডে আমার কন্ঠ বলে যে অডিওটি প্রকাশ করা হয়েছে, ওই ব্যক্তিকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি আমি।’-বলেন ডা. শাহাদাত।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট দেলোওয়ার হোসেন, নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, আশরাফ চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, যুগ্ম সম্পাদক ইস্কান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম মনজু, দক্ষিণ জেলা বিএনপি নেতা লিয়াকত আলী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক