অতঃপর অপেক্ষা!

0
90

-রুনা রোকসানা
কলমিফুল বাতাসে দুলে নদীর পশ্চিম পাড়ে। পুর্বদিকে কিছু জঙ্গল আর লতাপাতা। কখনো হিংসা করতে দেখা যায় না এপাড় ওপাড়ে। কান পাতলে শোনা যায় যেন হাঁটু জলের ঢেউয়ে বার্তা পাঠায়। কি বলে ওরা!
কলমিফুল কী সেই শুনেই হাসে।
নাকি খেলায় মত্ত শিশুকে দেখে। বড় অদ্ভুত লাগে।
বর্ষায় তো ওদের দূরত্ব বাড়ে। এক বিঘত, দুই বিঘত, এক হাত দুই হাত করে অনেক দূরত্ব বাড়ে। এক ছুটে চলে আসতে চায় একে অপরের কাছে। কী ভয়ংকর! ধ্বংসলীলায় মেতে ওঠে তখন।
শত শত কলমিফুল এক সাথে হেসে ওঠে। কী ফন্দী করলো! নদীর টুটি চেপে ধরে আছে মিলনের পতীক্ষায়।
ওরা কী তাহলে মিলনের জন্য ধীরে ধীরে হত্যা করে ফেলবে একটি নদীকে?