অতিরিক্ত যাত্রী: এলসিটি কাজল ও বে-ক্রুজকে জরিমানা

0
87

ভ্রাম্যমাণ আদালতটেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল ও বে-ক্রুজকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ দমদমিয়া জেটি ঘাট এলাকায় ওই জাহাজে করে অতিরিক্ত যাত্রী নামানো হচ্ছিল। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ শফিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবালের নেতৃত্বে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকারসহ পুলিশের সদস্যরা অভিযান চালান। এ অভিযানে এলসিটি কাজল ৬০ হাজার ও বে ক্রু জাহাজ কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ শফিউল আলম জানান, দুটি জাহাজে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়। এরপর বিকেলে একই যাত্রী নিয়ে টেকনাফের ঘাটে ফিরে আসায় তাদের এ জরিমানা করা হয়।