অদুদিয়া উচ্চ বিদ্যালয়কে কলেজ করা হবে

0
83

শফিউল আলম, রাউজান ঃ রাউজানের ফতেহ নগর নেয়াজিশপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়কে কলেজ করা হবে । রাউজানের ফতেহ নগর নোয়াজিশপুর অদুদিয়া মাদ্রাসায় চারতল বিশিষ্ট ভবন নির্মান করা হবে । রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম নদীম পুর থেকে হাটহাজারী লাঙ্গলমোড়া যাতায়াতের জন্য হঅলদা নদীর উপর একটি সেতু নির্মান করা হবে । রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন এলাকা থেকে নগরীর মোহরা যাতায়াতের জন্য হালদা নদীর উপর আরো একটি ব্রীজ নির্মান করা হবে । রাউজানের পুর্ব রাউজান এলাকায় শিল্প নগর করা হবে । শিল্প নগরে রাউজানের বেকার যুবকদের কর্মসংস্থান করা হবে । চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক হাটাহাজারী থেকে রাউজান রাবার বাগান পর্যন্ত ৮০ ফুট প্রশস্ত করে চার লাইন করা হবে । ৫শত ২৮ কোটি টাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের চার লাইন নিমান কাজ শীঘ্রই শুরু হবে । চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পার্শ্বে দক্ষিন সর্তা এলাকায় কারিগরী কলেজ, কারিগরী প্রশিক্ণ কেন্দ্র, পাওয়ার ষ্টেশন, রাউজান হাইওয়ে থানা ভবন নির্মানের কাজ চলছে । রাউজান উপজেলা সদর থেকে রাউজান পৌরসভা ও ডাবুয়া হলদিয়া ইউনিয়নের উপর দিয়ে পার্বত্য চট্টগ্রামের কাউখালী উপজেলার সাথে মিলিত হওয়া শহীদ জাফর সড়ক ৭২ কোটি টাকা ব্যায়ে প্রশস্ত করা হবে । রাউজানের হলদিয়া ইউনিয়নের হচ্চার ঘাট থেকে ফটিকছড়ি উপজেলা ক্ষিরাম সীমনায় সর্তার খালে ব্রীজ নির্মান করা হবে । হলদিয়া বড়–য়া পাড়া এলাকায় সর্তা খালের উপর ব্রীজ নির্মান করা হবে । দুটি ব্রীজ নির্মানের জন্য সয়েলটেস্ট করার কাজ চলছে । রাউজানের জলিল নগর বাস ষ্টেশন থেকে রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাজী পাড়া, রাউজান ইউনিয়ন, কদলপুর ইউনিয়ন, পাহাড়তলী ইউনিয়ন হয়ে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী কর্ণফুলী নদীর তীর পর্যন্ত ৩৫ কোটি টাকা ব্যায়ে হাফেজ বজলুর রহমান সড়কের প্রশস্তকরন করা হবে । রাউজানের দক্ষিন রাউজানে দখ্ণি রাউজান থানা ভবন, হাইওয়ে থানা ভবন, খাদ্য গুদাম, ফায়ার ষ্টেশন, শিশু সংশোধনাগার, দেড়শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আইটি পার্ক, পাওয়ার ষ্টেশন নির্মান করা হবে । চট্টগ্রাম শহর থেকে দক্ষিন রাউজান হয়ে চুয়োট হয়ে কাপ্তাই পর্যন্ত রেললাইন নির্মান কাজ শুরু করা হয়েছে । রাউজানে কোন মাদক ব্যবসায়ী, মাদক সেবী, সন্ত্রাসী থকতে পারবেনা । মাদক ব্যবসায়ী, মাদক সেবী, সন্ত্রাসী দেশ ও জাতীর শত্রু । সারা দেশে শিক্ষার হারের তুলনায় রাউজানে শিক্ষার হার বেশী । রাউজানে সকল শিক্ষা প্রতিষ্টানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে রাউজানের ছেলে মেয়েরা দেশ ও জাতীর কল্যানে কাজ করুক এটাই আমার প্রত্যাশা । গতকাল ২৮ এপ্রিল শনিবার সকালে রাউজানের ফতেহ নগর নোয়াজিশপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের সুর্বণ জয়ন্তী উৎসবের ১ম বর্ষপুতি ও সুর্বণ জয়ন্তী ভবন উদ্বোধন, সম্মাননা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি একথা বলেন । অনুষ্টানে স্কুলের প্রাক্তন ছাত্রদের অর্থায়নে কোটি টাকা ব্যায়ে নব নির্মিত ২য় তলা সুবর্ণ জয়ন্তী ভবন উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । স্কুল পরিচালনা কমিটির সভাপতি নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়াদী সিকদারের সভাপতিত্বে প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিতি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রুপালী ব্যাংকের অবসর প্রাপ্ত জেনারেল ম্যানেজার আলহাজ্ব ফরিদুল আলম চৌধুরী, চট্টগ্রাম নগরীর অংকুর সোসাইটি বালিকা উচাচ বিদালয়েররাউজান অদুদিয়া উচ্চ বিদ্যালয়কে কলেজ করা হবে
শফিউল আলম, রাউজান ঃ রাউজানের ফতেহ নগর নেয়াজিশপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়কে কলেজ করা হবে । রাউজানের ফতেহ নগর নোয়াজিশপুর অদুদিয়া মাদ্রাসায় চারতল বিশিষ্ট ভবন নির্মান করা হবে । রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম নদীম পুর থেকে হাটহাজারী লাঙ্গলমোড়া যাতায়াতের জন্য হঅলদা নদীর উপর একটি সেতু নির্মান করা হবে । রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন এলাকা থেকে নগরীর মোহরা যাতায়াতের জন্য হালদা নদীর উপর আরো একটি ব্রীজ নির্মান করা হবে । রাউজানের পুর্ব রাউজান এলাকায় শিল্প নগর করা হবে । শিল্প নগরে রাউজানের বেকার যুবকদের কর্মসংস্থান করা হবে । চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক হাটাহাজারী থেকে রাউজান রাবার বাগান পর্যন্ত ৮০ ফুট প্রশস্ত করে চার লাইন করা হবে । ৫শত ২৮ কোটি টাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের চার লাইন নিমান কাজ শীঘ্রই শুরু হবে । চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পার্শ্বে দক্ষিন সর্তা এলাকায় কারিগরী কলেজ, কারিগরী প্রশিক্ণ কেন্দ্র, পাওয়ার ষ্টেশন, রাউজান হাইওয়ে থানা ভবন নির্মানের কাজ চলছে । রাউজান উপজেলা সদর থেকে রাউজান পৌরসভা ও ডাবুয়া হলদিয়া ইউনিয়নের উপর দিয়ে পার্বত্য চট্টগ্রামের কাউখালী উপজেলার সাথে মিলিত হওয়া শহীদ জাফর সড়ক ৭২ কোটি টাকা ব্যায়ে প্রশস্ত করা হবে । রাউজানের হলদিয়া ইউনিয়নের হচ্চার ঘাট থেকে ফটিকছড়ি উপজেলা ক্ষিরাম সীমনায় সর্তার খালে ব্রীজ নির্মান করা হবে । হলদিয়া বড়–য়া পাড়া এলাকায় সর্তা খালের উপর ব্রীজ নির্মান করা হবে । দুটি ব্রীজ নির্মানের জন্য সয়েলটেস্ট করার কাজ চলছে । রাউজানের জলিল নগর বাস ষ্টেশন থেকে রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাজী পাড়া, রাউজান ইউনিয়ন, কদলপুর ইউনিয়ন, পাহাড়তলী ইউনিয়ন হয়ে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী কর্ণফুলী নদীর তীর পর্যন্ত ৩৫ কোটি টাকা ব্যায়ে হাফেজ বজলুর রহমান সড়কের প্রশস্তকরন করা হবে । রাউজানের দক্ষিন রাউজানে দখ্ণি রাউজান থানা ভবন, হাইওয়ে থানা ভবন, খাদ্য গুদাম, ফায়ার ষ্টেশন, শিশু সংশোধনাগার, দেড়শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আইটি পার্ক, পাওয়ার ষ্টেশন নির্মান করা হবে । চট্টগ্রাম শহর থেকে দক্ষিন রাউজান হয়ে চুয়োট হয়ে কাপ্তাই পর্যন্ত রেললাইন নির্মান কাজ শুরু করা হয়েছে । রাউজানে কোন মাদক ব্যবসায়ী, মাদক সেবী, সন্ত্রাসী থকতে পারবেনা । মাদক ব্যবসায়ী, মাদক সেবী, সন্ত্রাসী দেশ ও জাতীর শত্রু । সারা দেশে শিক্ষার হারের তুলনায় রাউজানে শিক্ষার হার বেশী । রাউজানে সকল শিক্ষা প্রতিষ্টানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে রাউজানের ছেলে মেয়েরা দেশ ও জাতীর কল্যানে কাজ করুক এটাই আমার প্রত্যাশা । গতকাল ২৮ এপ্রিল শনিবার সকালে রাউজানের ফতেহ নগর নোয়াজিশপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের সুর্বণ জয়ন্তী উৎসবের ১ম বর্ষপুতি ও সুর্বণ জয়ন্তী ভবন উদ্বোধন, সম্মাননা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি একথা বলেন । অনুষ্টানে স্কুলের প্রাক্তন ছাত্রদের অর্থায়নে কোটি টাকা ব্যায়ে নব নির্মিত ২য় তলা সুবর্ণ জয়ন্তী ভবন উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । স্কুল পরিচালনা কমিটির সভাপতি নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়াদী সিকদারের সভাপতিত্বে প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিতি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রুপালী ব্যাংকের অবসর প্রাপ্ত জেনারেল ম্যানেজার আলহাজ্ব ফরিদুল আলম চৌধুরী, চট্টগ্রাম নগরীর অংকুর সোসাইটি বালিকা উচাচ বিদালয়ের অধ্যক্ষ লিলি বড়–য়া, ব্যাংকার জসিম উদ্দিন, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, রাউজান পৌরসভার কাউন্সিলর কাজী ইকবাল, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, অদুদিয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলানা সাফাওনুল করিম, প্রমুখ । সমাজ সেবায় অবদানের জন্য গুণি ব্যক্তিদের সম্মননা প্রদান করা হয় । অনুষ্টানে সম্মননা গ্রহন কারীরা হলেন . মুন ষ্টার পেইন্টস এন্ড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ বদরুল আলম চৌধুরী, অলিম্পিক মিল্ক এনড ডেইরী লিমিটেডের ব্যবস্থাাপনা পরিচালক ওহিদুল আলম, মিণা আকবর তৈয়বীয়া তাহেরীয়া হেফজখানা ও ্ এতিমখানার প্রথিষ্টাতা দানবীর আলহাজ্ব ফরিদুল আলম চৌধুরী, শিক্ষানুরাগী মোঃ নুরুছ্ছাপা চৌধুরী, ব্যবসায়ী হাসান জাবেদ, প্রবাসী আহসান হাবিব রুবেল ।

অধ্যক্ষ লিলি বড়–য়া, ব্যাংকার জসিম উদ্দিন, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, রাউজান পৌরসভার কাউন্সিলর কাজী ইকবাল, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, অদুদিয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলানা সাফাওনুল করিম, প্রমুখ । সমাজ সেবায় অবদানের জন্য গুণি ব্যক্তিদের সম্মননা প্রদান করা হয় । অনুষ্টানে সম্মননা গ্রহন কারীরা হলেন . মুন ষ্টার পেইন্টস এন্ড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ বদরুল আলম চৌধুরী, অলিম্পিক মিল্ক এনড ডেইরী লিমিটেডের ব্যবস্থাাপনা পরিচালক ওহিদুল আলম, মিণা আকবর তৈয়বীয়া তাহেরীয়া হেফজখানা ও ্ এতিমখানার প্রথিষ্টাতা দানবীর আলহাজ্ব ফরিদুল আলম চৌধুরী, শিক্ষানুরাগী মোঃ নুরুছ্ছাপা চৌধুরী, ব্যবসায়ী হাসান জাবেদ, প্রবাসী আহসান হাবিব রুবেল ।