অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকির প্রতিবাদ

0
72

প্রগতিশীল ছাত্রজোট নেতা দিলীপ রায়ের মুক্তির দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকির প্রতিবাদে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোট নেতা দিলীপ রায়ের মুক্তির দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম অঞ্চল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।
%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%95-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9নগর সভাপতি মোঃ শওকত আলীর সভাপতিত্বে এবং রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক রিপন বড়–য়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসান কামরুল, নগরের সহ-সভাপতি রাহাত হোসেন এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন রবিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবন রক্ষার আন্দোলনকে বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে আনু মুহাম্মদকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়া হয়। হত্যার হুমকি দাতার এখনো পযৃন্ত কোন হদিস না পাওয়ায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। অপর দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোট নেতা দিলীপ রায়ের ৫৭ ধারার মামলার অভিযোগকে ভিত্তিহীন ও অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণের চূড়ান্ত রূপ বলে আখ্যায়িত করা হয়।
ছাত্র ফেডারেশন মহানগর সভাপতি শওকত আলী বলেন, কোন প্রকার হুমকি ধমকির মাধ্যমে সুন্দরবন রক্ষার আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না। সুন্দর বন রক্ষায় আরও ব্যাপক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।