অধ্যাপক মোজাফফর আহমদের শোক সভা

0
56
আজ ৩১ আগস্ট, ২০১৯ শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার উদ্যোগে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিবিদ, ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় সুধীবৃন্দ এবং নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী পরিচালনাসহ সমাজতান্ত্রিক বিশ্বের দেশগুলিকে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন প্রদানে তাঁর ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে।  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েও সাধারণ মানুষের মুক্তির সংগ্রাম তথা সমাজতন্ত্রের লক্ষভিশারী কঠিন সংগ্রামে তিনি তার জীবন উৎসর্গ করেছেন। সেই বিচারে অধ্যাপক মোজাফফর আহমদ সৎ, নীতিনিষ্ঠ রাজনীতির একজন বরপুত্র।
নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে সংগ্রাম গড়ে তুলতে হলে অধ্যাপক মোজাফফর আহমদের জীবন থেকে শিক্ষা নিতে হবে। তিনি ছিলেন বাম প্রগতিশীল আন্দোলনের খাঁটি কর্ণধার। বিদ্যমান দূবৃত্তায়িত লুঠেরা রাজনীতি অর্থনীতি রুখতে হলে বাম প্রগতির বিকল্প শক্তি বলয় গড়ে  তুলতে হবে
কমরেড বালাগাত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় আলোচনা করেন কমরেড মৃণাল চৌধুরী, অধ্যাপক অশোক সাহা,অধ্যাপক কানাই লাল দাশ, নূরুচ্ছাফা ভুঁইয়া, ড.গণেশ রায়, আহম্মদ নূর, আবদুল হালিম দোভাষ, ন্যাপ’র কেন্দ্রীয় কমিটির সদস্য আলী নেওয়াজ, ন্যাপ’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি দাশ প্রমুখ।
শোকসভার প্রারম্ভে অধ্যাপক মোজাফফর আহমদকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।