অনুপ্রবেশ ঠেকাতে নির্দেশনা দিয়েছেন নরেন্দ্র মোদি

0
108

প্রধানমন্ত্রীর গদিতে বসার আগেই অনুপ্রবেশ ঠেকাতে নির্দেশনা দিয়েছেন নরেন্দ্র মোদি। এজন্য দেশটির স্বরাষ্ট্রসচিবকে ব্লু প্রিন্ট তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার কলকাতা থেকে প্রকাশিত দৈনিক বর্তমান-এ এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ ঠেকানো মোদির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ক্ষমতা গ্রহণের আগেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিলেন তিনি।

বিজেপির সূত্রের বরাত দিয়ে বর্তমান-এর খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রসচিবকে ডেকে মোদি বলেছেন, অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনে নতুন দফতর খোলা হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে ব্লু প্রিন্ট তৈরির নির্দেশ দিয়েছেন মোদি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ও আসামে নির্বাচনী প্রচারে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর কথা বলেছিলেন মোদি। বিষয়টি বিজেপির ইশতেহারেও ছিল। শুধু বাংলাদেশ থেকে নয়, পাকিস্তান থেকেও অনুপ্রবেশকারী ভারতে আশ্রয় নেয়। দুই দেশের সীমান্তে হয়তো আরো কড়া নজরদারি করার কথা ভাবছেন মোদি। অবশ্য এ বিষয়ে মোদির বিরুদ্ধ অবস্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।