অপহৃত কর্মীকে হত্যা

0
197
খাগড়াছড়ির দীঘিনালায় অপহরণের পর ইউপিডিএফ এর এক কর্মীকে হত্যা করেছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

 দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটো জানান, তিনজনকে অপহরণ করা হয়েছিল। এর মধ্যে জিসান চাকমা (২৯) নামে একজনকে হত্যা করা হয়েছে বলে তিনি স্থানীয়দের কাছে শুনেছেন। অপহৃতদের মধ্যে দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় এখনি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করতে পারছে বলে শাহাদাত হোসেন টিটো জানান।
উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি দোর ও লাম্বাছড়া থেকে রোববার রাতে জারুলছড়ি দোর গ্রামের বুদ্ধধন চাকমার ছেলে জিসান চাকমা, লাম্বা ছড়া গ্রামের নয়ন কুমার চাকমার ছেলে শান্তিপ্রিয় চাকমা (৩২) ও  কালেন্দ্র চাকমার ছেলে চগা চাকমাকে (৪২) অপহরণ করা হয়।
এর মধ্যে সিজাস চাকমা ছাড়া অন্য দুইজনকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। মুক্তি পাওয়া শান্তিপ্রিয় চাকমা ও চগা চাকমা জনানা, তারা গুলির শব্দ শুনেছেন।
এর আগে ইউপিডিএফ’র দীঘিনালা উপজেলা ইউনিটের সংগঠক কিশোর চাকমা এক বিবৃতিতে অপহরণের জন্য সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির লোকদের দায়ী করে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছিলেন।