অপো এনেছে দেশে সংযোজিত এফ১৫

0
124

দেশে সংযোজিত ফ্লাগশিপ স্মার্টফোন এফ১৫ এনেছে অপো।

রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে মঙ্গলবার এক অনুষ্ঠানে স্মার্টফোনটির উম্মোচন করা হয়।

অপো বাংলাদেশ এইডির ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং, ব্র্যান্ড ডিরেক্টর আইয়োনো লিউ, পিআর ও মার্কেটিং ম্যানেজার মিঃ ইফতেখার সানি, মিডিয়া ম্যানেজার মিঃ তেহসিন মুসাভি এই হ্যান্ডসেটটির উম্মোচনে অংশ নেন।

এতে আরও অংশ নেন রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মার্কেট অপারেশন) মোঃ মেহেদি হাসান এবং অভিনেতা আরেফিন শুভ।

কোয়াড ক্যামেরার আল্ট্রা স্লিম এই স্মার্টফোনটি ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম ও হেলিও পি৭০ প্রসেসরের। হ্যান্ডসেটটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা বাম্পে চারটি ক্যামেরার সমন্বয়।

স্মার্টফোনটির দাম পড়বে ২৬ হাজার ৯৯০ টাকা। লাইটনিং ব্ল্যাক এবং ইউনিকর্ন হোয়াইট দুটি রঙে পাওয়া যাবে এটি।

প্রি-বুকিং শুরু হয়েছে বুধবার হতে, চলবে ১১ মার্চ পর্যন্ত। গ্রাহকরা হ্যান্ডসেটটি হাতে পাবেন ১২ মার্চ হতে।

স্মার্টফোনটির সাথে রবি-এয়ারটেলের গ্রাহকরা পাবেন ১০ জিবি ফ্রি ইন্টারনেট বান্ডেল অফার। এর পাশাপাশি প্রতিবার ইন্টারনেট বান্ডেল কেনার সময় পাওয়া যাবে বোনাস যা চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।

ডেমন ইয়াং বলেন, হালের সব ধরনের ফিচারে ভরা এফ সিরিজের আগের ফোনগুলো তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাদের চাহিদার কথা বিবেচনা করেই এফ সিরিজের নতুন এই হ্যান্ডসেট। ফোনটির অনন্য ক্যামেরার মাধ্যমে তারা এখন আরও প্রাণবন্ত ছবি তুলতে পারবেন।