অপ্রাপ্ত বয়স্ককে বিয়ের চেষ্ঠার অপরাধে অর্থদন্ড

0
54

বান্দরবান প্রতিনিধি॥
বান্দরবানে বাল্য বিবাহ বন্ধ করে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে করার অপচেষ্ঠার অপরাধে বৃদ্ধ মৌলবী নুরুল হুদা’কে মুসলেখা এবং অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম আদালত এই আদেশ দেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা সদরের ক্যাচিংঘাটা পাড়ার বাসিন্দা মৃত আবুল বাশারের স্ত্রী ছেনু আরা বেগম এবং ছেলে শাহজাহান মিলে সৌদি প্রবাসী নুরুল হুদা (৪৫) সঙ্গে আট লক্ষ টাকার বিনিময়ে অপ্রাপ্ত বয়স্ক অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। মা এবং বড় ভাইয়ের ইচ্ছাতে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীও বিয়েতে রাজিও হয়। বাল্য বিয়ের খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও প্রশাসনকে জানালে ইউএনও’র নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবাররাতে মৌলবী’সহ কিশোরী এবং মাতা-ভাইকে আটক করে থানায় নিয়ে আসেন। বুধবার বিকালে পুলিশ অভিযুক্ত মৌলবী নুরুল হুদা’’সহ কিশোরীর মা-ভাই’কে (ইউএনও) শফিকুল ইসলাম আদালত হাজির করা হলে আদালত উভয়পক্ষের কথাশুনে মৌলবী নুরুল হুদা’কে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে না করার মুসলেখা এবং ১০ হাজার টাকা অথদ-ের আদেশ দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, বাল্য বিবাহের অভিযোগে আটককৃত ব্যক্তির কাছ থেকে মুসলেখা এবং অর্থদ-ের আদেশ দেন আদালত। আদালতের নির্দেশণা শেষে অভিযুক্ত মৌলবীকে ছেড়ে দেয়া দেয়া হয়।