অবরুদ্ধ করে জনতার আন্দোলন স্তব্ধ করা যাবে না-কাজী জাফর

0
89

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে জনতার আন্দোলন স্তব্ধ করা যাবে না।’

রোববার এক বিবৃতিতে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে না রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

কাজী জাফর বলেন, ‘গণতন্ত্রহত্যা দিবস পালন করতে ২০ দলীয় জোট কর্তৃক ঘোষিত কর্মসূচি বানচাল করতে গিয়ে সরকার সারাদেশ অবরুদ্ধ করে ফেলেছে। রাজধানীর সঙ্গে সারাদেশের সড়ক ও নৌপথের যোগাযোগ বন্ধ করে এক দূর্বিসহ অবস্থা সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘সরকার গণতন্ত্রের প্রতি নূন্যতম শ্রদ্ধা দেখাতেও ব্যর্থ হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করে পৃথিবীর ইতিহাসে একটি ঘৃণ্য ও কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। দেশে-বিদেশে বিশ্বনেতাদের প্রতি নূন্যতম শ্রদ্ধা ও সম্মান দিতে এ সরকার ব্যর্থ হয়েছে। এ পরিস্থিতিতে চরম হঠকারী এ সরকারের সন্ত্রাসী কর্মতৎপরতার বিরুদ্ধে গণঅভ্যূত্থান ঘটাতে হবে।’