অবরোধ:পরিবহন শ্রমিকের দুর্বিসহ জীবণ

0
108

টানা অবরোধ ও হরতাল কর্মসুচির কারনে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে চলাচলরত বাস ট্রাকের দুইহাজার পরিবহন শ্রমিকের দুর্বিসহ জীবণ যাপন করছে
ট্রাক শ্রমিক
শফিউল আলম, রাউজান ঃটানা অবরোধ ও হরতালের কারনে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে পণ্যবাহি ট্রাক ও যাত্রীবাহি বাস চলাচল বন্দ্ব থাকায় দুই হাজারের বেশী পরিবহন শ্রমিক বেকার হয়ে পড়েছে, পরিবহন শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে চরম দুভোর্গের মধ্যে জীবণ যাপন করছেন। চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে প্রতিদিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, মানিক ছড়ি, মহাল ছড়ি,বড়ইছড়ি, ঘাগড়া, কাউখালী এলাকা থেকে শত শত ট্রাক বাশঁ, কাঠ, ফল, তরিতরকারী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যায় । চট্টগ্রাম শহর ও ধেশের বিভিন্ন এলাকা থেকে পণ্যবাহি শত শত ট্রাক পার্বত্য জেলা রাঙ্গামাটি সহ পাবর্ত্য জেলার বিভিন্ন স্থানে ও রাউজান রাঙ্গুনিয়া এলাকায় আসেন । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে রাঙ্গামাটি, মানিক ছড়ি, ঘাঘড়া, মানিক ছড়ি, কাউখালী, রাউজান, রাঙ্গুনিয়া এলাকার লোকজন যাত্রীবাহি বাসে চট্টগ্রাম শহরে সহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করে । দেশের বিভিন্ন এলাকা ও চট্টগ্রাম শহর থেকে পর্যটন শহর রাঙ্গামাটি এলাকায় যাত্রীবাহি বাসে করে চলাচল করেন । চট্রগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে পণ্যবাহি ট্রাক রয়েছে একহাজারের বেশী । যাত্রীবাহি বাস রয়েছে তিনশতাধিক । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে চলাচল রত পণ্যবাহি ট্রাক ও বাসে দুইহাজারের বেশী পরিবহন শ্রমিক রয়েছে । ১৮ দলীয় জোটের টানা অবরোধ ও হরতাল কর্মসুচির কারনে ট্রাক বাস চলাচল না করায় দুইহাজারের বেশী শ্রমিকের রুজি রোজগারের পথ বন্দ্ব হয়ে পড়েছে ।১৮ দলীয় জোটের টানা অবরোধ ও হরতাল কর্মসুচির কারনে ট্রাক বাস চলাচল না করায় পরিবহন শ্রমিকেরা তাদেও পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন । ১৮ দলীয় জোটের টানা অবরোধ ও হরতাল কর্মসুচির কারনে চলাকালে রাউজানে কোন ধরণের হরতাণ অবরোধ কর্মসুচি পালিত হয়নি এখনো । রাউজানে জীপ, সিএনজি বেবী টেক্সী, রিক্সা চলাচল করলে ও পার্শ্ববর্তী উপজেলা চট্টগ্রামের হাটহাজারী, রাঙ্গুনিয়া, পাবর্ত্য জেলা রাঙ্গামাটি জেলা ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ১৮ দলীয় জোটের টানা অবরোধ ও হরতাল কর্মসুচি পালিত হওয়ার কারনে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে দুরপাল্লার বাস ট্রাক চলাচল করতে পারেনা বলে পরিবহন শ্রমিকেরা জানান । রাউজানে হরতাল অবরোধ পালিত না হওয়ার কারনে এলাকার সামান্য সংখ্যক ট্রাক রাউজানের মধ্যে ইট, মাটি পরিবহন করে পরিবহন শ্রমিকের জীবিকা নির্বাহ করলে ও বেশীর ভ্গা ট্রাক চলাচল না করায় পরিবহন শ্রমিকরা দিন কাটাচ্ছে অর্ধাহারে অনাহারে । পরিবহন শ্রমিক জাফর বলেন, আমি চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে বাস চালিয়ে প্রতিদিন চারশত থেকে পাচঁশত টাকা আয় করি । এই আয়ের টাকা দিয়ে পরিবারের ব্যয়ভার এক ছেলের লেকাপড়ার খরচ চালিয়ে থাকি । ১৮ দলীয় জোটের টানা অবরোধ ও হরতাল কর্মসুচির কারনে বাস চলাচল হয়ে পড়ার পর আমার পাচঁহাজার টাকা ধার করতে হয় । আবারো অবরোধ কর্মসুচি দিয়েছে আমরা পরিবহন শ্রমিকেরা না খেয়ে মরবো, দিনের পর দিন অবরোধ কর্মসুচি দিয়ে আমাদের মতো গরীব মানুষের রুজি রোজগারের পথ বন্দ্ব করে রাখবে দেশে এইটা কোন ধরণের রাজনীতি বলে ক্ষোভ প্রকাশ করেন পরিবহন শ্রমিক জাফর । অপরদিকে ১৮ দলীয় জোটের টানা অবরোধ ও হরতাল কর্মসুচির কারনে বাস ট্রাকের মালিকেরা তাদের বাস ট্রাক সড়কে চলাচল করতে না পেরে তাদের ও ব্যাপক ক্ষতি হচ্ছে বলে ট্রাক মালিক লোকমান জানান । এভাবে ১৮ দলীয় জোটের টানা অবরোধ ও হরতাল চললে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে চলাচলরত বাস, ট্রাক শ্রমিকেরা না থেয়ে মারা যাবে । পরিবহন শ্রমিক নেজাম বলেন দেশের রাজনৈতিক সংকট নিরসন করতে দরিদ্র পরিবহন শ্রমিকদের রুজি রোজগারের পথ করে দেয় কি ভাবে তার জনকলাণ করবে ।