অবশেষে নতুন ভবনের জমি দখলে নিয়েছে কাপ্তাই থানা পুলিশ

0
109

অবশেষে নতুন ভবনের জমি দখলে নিয়েছে কাপ্তাই থানা পুলিশকাপ্তাই প্রতিনিধি…. নানা মতবিরোধের পর অবশেষে শীলছড়িতে নতুন থানা ভবন নির্মানের জমি গতকাল সোমবার দখল নিয়েছে কাপ্তাই থানা পুলিশ। বেশ কিছুদিন ধরে স্থানীয় আনসার ব্যাটেলিয়ন কর্তৃপক্ষের সাথে এ নিয়ে পুলিশের মতবিরোধ চলছিল। ফলে প্রায় তিন দশক ধরে কাপ্তাই থানা পুলিশের নিজস্ব থানা ভবনের অভাব দুর হল।

সংশি¬ষ্ট সুত্রে জানা গেছে, মালিক পক্ষের সম্মতিতে জেলা প্রসাশন উপজেলার শীলছড়িতে কাপ্তাই থানার নতুন ভবন নির্মানের জন্য এক একর জমি অধিগ্রহন করে। কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষ নিজেদের দাবী করে ওই জমি ভোগ দখল করে আসছিল। কয়েক দফা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেও কোন সদাধান করতে পারেনি। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলছিল। গত ১২ নভেম্বর থেকে ওই জায়গায় উভয়পক্ষের সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হয়। এ নিয়ে এলাকায় নানা জল্পনা কল্পনা চলছিল। পরবর্তীতে গতকাল সোমবার জেলা কানুনগো নিথিশ চাকমা, জেলা সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) সাফিউল সরোয়ার, কাপ্তাই থানার ওসি মোঃ হারুন অর রশিদ, চন্দ্রঘোনা থানার ওসি জহুরুল আনোয়ার, হেডম্যান অরুন তালুকদার, এসআই আসাদ, বিপ¬ব, নুরুন নবী, জমির মালিক পক্ষের প্রতিনিধি মোঃ হাসান মাহমুদ সহ বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে জমির দখল কাপ্তাই থানা পুলিশকে বুঝিয়ে দেয়। এক একর জমি দখলে নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ কাপ্তাই থানার সাইন বোর্ড লাগিয়ে দেয়।
এ ব্যাপারে মালিক পক্ষের প্রতিনিধি হাসান মাহমুদ জানান, তাদের মোট ২৩ একর জমি রয়েছে। শান্তিচুক্তির আগে মাসিক ৫ হাজার টাকা ভাড়ায় আড়াই একর জমি আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের জন্য দেওয়া হয়। কিন্তু নির্ধারিত জমি ছাড়াও আরো ১০ একর জমি অবৈধভাবে তারা ভোগ দখল করতে থাকে। এ নিয়ে আদালতে মামলা চলছে। প্রসংগত, প্রায় ৩ দশকের অধিক সময় ধরে কাপ্তাই থানার কার্যক্রম চলছে তৎকালীন উপজেলা আদালত ভকনে।
[one_fifth_last]