অবৈধভাবে গড়ে ওঠা ৫০টি ঘর ভেঙ্গে জমি উদ্ধার

0
115

নগরীর সিআরবি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৫০টি ঘর ভেঙ্গে দিয়ে প্রায় দু’ একর জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই ঘরগুলো বরাদ্দ করা ঘরের মূল কাঠামোর বাইরে তোলা হয়েছিল।অভিযানের সময় ঘরগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

বুধবার (১৩জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত সিআরবি সংলগ্ন রেলওয়ে হাসপাতাল কলোনি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা।

বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বলেন, রেলওয়ের স্টাফদের নামে বরাদ্দ দেওয়া ঘরের সঙ্গে অবৈধভাবে মূল কাঠামোর বাইরে আরও কিছু ঘর তৈরি করেছিল কিছু অসাধু ব্যক্তি। বারবার এসব স্থাপনা তুলে নিতে তাদের নোটিশ দেওয়া হলেও তারা সরে যায় নি। তাই অভিযান চালিয়ে আনুমানিক প্রায় ৫০টি অবৈধ ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে।

তবে উচ্ছেদ হওয়া ব্যক্তিদের অভিযোগ, তারা সেখানে ভাড়া থাকেন। তাদের দাবি, রেলওয়ে কর্তৃপক্ষ তাদের কোনো নোটিশ দেয় নি। ঘরের মালিকও আগে তাদের কিছু জানায় নি। হঠাৎ অভিযান চালিয়ে তাদের সব কিছু ভাঙচুর করা হয়েছে।