অবৈধভাবে ফুটপাত দখল, অপসারণ-জরিমানা

0
43

ফুটপাত ও নালার অবৈধভাবে দখলে নিয়ে দোকানের পণ্যসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ১৯ দোকানিকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পুলিশ বক্স থেকে আরকান সড়কের বাদুরতলা বড়গ্যারেজ পর্যন্ত সড়ক ও ফুটপাতের অবৈধ দোকান পাট ও দোকানের ছাউনি অপসারণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মোস্তাফিজ টিম্বার মার্ট, এসএ টিম্বার মার্ট, জেসমিন টিম্বার ও বিসমিল্লাহ মোটরকে ১০ হাজার টাকা করে, এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, আমানত শাহ স্টিল, ব্রাদার্স হার্ডওয়ার, মদিনা ঝাল বিতান, আবদুর রহমান টিম্বার মার্ট, রুমা ফোন এন্টারপ্রাইজ, পপুলার টিম্বার মার্ট, আরমান হোটেল, শাহ নেওয়াজ আইপিএস, কনিকা ফ্রিজ রিপায়ারিং, তালুকদার এন্টারপ্রাইজ, আবুল কালাম ও মিল্টন দাশকে ৫ হাজার টাকা করে, সাতকানিয়া ভাতঘরকে ৪ হাজার, মৌসুমি স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।