‘‘অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পিডিবি’র সহযোগিতা দরকার’’

0
94

পিডিবি-মেয়রসিটি মেয়রের সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের
প্রধান প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের সাক্ষাৎ

রবিবার সন্ধ্যায় সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে তাঁর দপ্তরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কান্তি সেন ও সরদার আজম সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে সিটি মেয়র নগরীতে বিদ্যুৎ সরবরাহে কোন ধরনের অসুবিধা আছে কিনা জানতে চান। তিনি বলেন, নগরবাসীর কাঙ্খিত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়টি নগরবাসীকে জানিয়ে দেন। মেয়র বলেন, সিটি কর্পোরেশন পিডিবি’র বড় গ্রাহক। সিটি কর্পোরেশনের বিদ্যুৎ লাইনের সাথে চোরা সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে পিডিবি কর্তৃপক্ষের সহযোগিতা চান মেয়র। বিদ্যুৎ অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেয়া গেলে অপচয় অনেকাংশে কমে যাবে। মেয়র নগরীতে চলমান ক্রাস প্রোগ্রাম সফল বাস্তবায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগিতা কামনা করেন। পিডিবি কর্মকর্তাগণ সিটি মেয়রের সেবাধর্মী সকল উদ্যোগে সহযোগিতা দিতে সদা সর্বদায় সজাগ ও সচেষ্ট বলে অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী মো.মাহফুজুল হক, সহকারী প্রকৌশলী ঝুলন কান্তি দাশ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।