অভিযোগ : পেকুয়ায় বিরোধীয় জায়গায় ধান রোপন

0
60

পেকুয়া প্রতিনিধি
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালী এলাকায় বিরোধীয় জায়গায় ধান রোপনের অভিযোগ ওঠেছে। এ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের মুখামুখি হলে পেকুয়া থানার এএসআই একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জবর দখলকারীদের ধাওয়া দিলে পালিয়ে যায়।
এ ঘটনার প্রেরিক্ষিতে জায়গার প্রকৃত মালিক গোয়াখালী মাতবর পাড়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার পুত্র নুরুল ইসলাম মনু বাদি হয়ে একই এলাকার বটতলিয়া পাড়ার মৃত ছৈয়দ আহমদের পুত্র জাফর আলম, আহমদ হোসেন ও মোজাহের আলম গং এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, পেকুয়া মৌজার ২০৪৮ নং খতিয়ানের ৭৪৫২ দাগের আন্দর ৩০ শকত জায়গার প্রকৃত মালিক নুরুল ইসলাম মনু। যার জমাভাগ খতিয়ান নং ৫১৫৮। সে থেকে অধ্যবদি বাদি ওই জায়গা ভোগ দখলে থাকলেও অভিযুক্তরা ৩ ফেব্রুয়ারী সকালে দলবল নিয়ে ওই জায়গার উপর ধান রোপন করতে যায়। এ নিয়ে দুইপক্ষের সংষর্ষের মতো ঘটনা ঘঁনার উপক্রম হলে বাদি পুলিশের সহযোগিতা কামনা করে। তাৎক্ষনিক পেকুয়া থানা ঘটনাস্থলে গিয়ে জবর দখলকারী জাফর আলম গংকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় দু’পক্ষে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
থানা কর্মকর্তা মনিতোষ জানান, এ জায়গা নিয়ে দু’পক্ষে থানায় শালিষী বৈঠক রয়েছে। তারপরও ধান রোপন করতেছে জানালে আমরা গিয়ে আইনশৃংখলা রক্ষার্তে ধান রোপন বন্ধ করে দিয়েছি।