প্রয়োজনের চেয়ে অর্ধেকেরও কম পানি দিচ্ছে ওয়াসা

0
91

চট্টগ্রাম ওয়াসাচট্টগ্রাম ওয়াসা১চট্টগ্রাম ওয়াসা২নিউজচিটাগাং স্পেশাল:: চট্টগ্রামে পানি সংকট ফের তীব্র হয়ে উঠেছে। শতভাগ চাহিদার স্থলে ৫০ভাগ মানুষকে পানি দিতে পারছে সংস্থাটি। বন্দরনগরীর অর্ধকোটি মানুষের জন্য দৈনিক ৫০ কোটি লিটার পানির প্রয়োজন হলেও ওয়াসা সরবরাহ করছে ২০ কোটি লিটারেরও কম। সংকট নিরসনে নতুন প্রকল্প নেয়ার বিকল্প নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে গ্রীষ্মে সংকট কাটাতে ওয়াসার বিকল্প প্রস্তাবনাও ঝুলে আছে আমলাতান্ত্রিক জটিলতায়।

 

চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ জানায়, ৯৪টি গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন অব্যাহত থাকলেও পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকট তীব্র হচ্ছে। গভীর নলকূপ বাড়িয়ে চট্টগ্রামের গ্রাহকদের চাহিদা মেটাতে চেষ্টা করা হচ্ছে। কিন্তু শহরে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপগুলো থেকেও লক্ষ্যমাত্রা অনুযায়ী পানি পাওয়া যাচ্ছে না।

 

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ জানান, পানি সংকটের বিষয়টি মাথায় রেখে নতুন গভীর নলকূপ স্থাপন করতে একটি বিকল্প প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেয়া হয়। প্রস্তাবিত নলকূপগুলো স্থাপন করা হলে তা থেকে দৈনিক ১ কোটি লিটার পানি পাওয়া যাবে। তখন এ সংকট কিছুটা দূর হবে।