অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার নেতৃত্বে তিন সদস্যের বিশেষ প্রতিনিধির সাথে হেফাজতের বৈঠক

0
84

হেফাজত hafajotহেফাজত নেতারা জানান, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের কোনো উচ্চাভিলাস নেই। তারা মাঠে আছেন ইসলামের স্বার্থ রক্ষায়। এছাড়া ইসলামী স্বার্থ রক্ষার আন্দোলনে এই সংগঠনটি দেশে কাজ করলেও তাদের সাথে কোনো জঙ্গিগোষ্ঠী ও মৌলবাদী সম্প্রদায়ের সম্পর্ক নেই বলে দাবি করেছেন তারা।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার টিম বলকনিকফের নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দলের সাথে হেফাজতে ইসলামের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের এক বৈঠকে হেফাজত নেতারা এসব কথা বলেন।

চট্টগ্রামের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে টানা সাড়ে পাঁচটা পর্যন্ত এ বৈঠক চলে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে হেফাজত ইসলামের প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুন ইজহার বলেন, ‘অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমাদের এটা ছিল একটা সৌজন্য বৈঠক। তারা আমাদের কাছে দেশের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, নারী শিক্ষা নিয়ে আমাদের ধারণা, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হেফাজতের অবস্থান জানতে চান। আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।’

বৈঠকে হেফাজত নেতারা ডেপুটি হাইকমিশনারকে জানান, হেফাজত ইসলাম কখনো জঙ্গিবাদ ও মৌলবাদকে প্রশয় দেয় না। তাদের সাথে হেফাজতের কোনো সম্পর্ক নেই। তারা বর্তমানে ইসলাম রক্ষায় তারা ১৩ দফা দাবি আদায়ে আন্দোলন করছে।

জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রসাসহ দেশের অন্য ইসলামী দলগুলোর বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা যায়। বৈঠক চলাকালে লালখান বাজার মাদ্রাসার আশপাশে বিপুল সংখ্যক আইন-শৃংখলা বাহিনীসহ সরকারের একাধিক গোয়েন্দা বাহিনীর সদস্য অবস্থান নেয়।

তবে বৈঠক শেষে ডেপুটি হাইকমিশনার সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি।

বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুন ইজহার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।