অস্ত্র মামলায় দুই আসামিকে ১৯ বছর কারাদণ্ড

0
93

অস্ত্র আইনের একটি মামলায় দুই আসামিকে ১৯ বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

সোমবার (২০ জুন) সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা এ রায় দেন।

করাদণ্ডপ্রাপ্তরা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা মো. আলমগীর ও মো. শফি। আলমগীরকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়। অপর আসামি শফি জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন।

সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি রুবেল পাল জানান, ২০০০ সালের ২৮ জুন রাউজান উপজেলার কদলপুরে পুলিশ অভিযান চালিয়ে একটি পাইপগান ও ১০টি গুলি উদ্ধার করে। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শেষে ওই বছরের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় রাউজান থানা পুলিশ। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে সোমবার দুই আসামিকে ১৯ বছর করে কারাদণ্ড দেন আদালত।