আইআরএস ক্লাস অনুমোদিত দেশের প্রথম এলপিজি ট্যাংকার ‘এমটি ডেল্টা এলপিজি ১’

0
112

মোহরা কালুরঘাটে ডেল্টা শিপ ইয়ার্ডে তৈরি হলো ইন্ডিয়ান রেজিস্টার অব শিপিং (আইআরএস ক্লাস) অনুমোদিত দেশের প্রথম এলপিজি ট্যাংকার জাহাজ ‘এমটি ডেল্টা এলপিজি ১’। ৭৮ দশমিক ৮৭ মিটার লম্বা জাহাজটির প্রস্থ ১৩ মিটার।
৩ দশমিক ৩ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) জাহাজটির ধারণক্ষমতা ১ হাজার মেট্রিকটন।

সোমবার (১ মার্চ) ‘এমটি ডেল্টা এলপিজি ১’ আনুষ্ঠানিকভাবে ইয়ার্ড থেকে নদীতে ভাসানো হয়। এ উপলক্ষে জাহাজ নির্মাণ শিল্প, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের মিলনমেলা বসেছিল ইয়ার্ডে।

ডেল্টা এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সুদূরপ্রসারী রূপকল্প বাস্তবায়নে সহযাত্রী হতে চাই আমরা। স্বাধীনতার এ সুবর্ণজয়ন্তীতে লাল সবুজের রঙে সাজিয়েছি আমাদের নতুন জাহাজটি। আমরা চাই উন্নত বাংলাদেশ তৈরি করতে। নদীপথে ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলোসহ প্রতিবেশী দেশগুলোতে এলপিজি পাঠাতে চাই আমরা। এর আগে এসব রাজ্যে প্রিমিয়ার সিমেন্ট নদীপথে রফতানি করেছি আমরা।

ইতিমধ্যে ডেল্টা শিপ ইয়ার্ড ১৪টি আন্তর্জাতিকমানের কার্গো ভ্যাসেল ও ৩টি বার্জ নির্মাণ করেছে। যেগুলো এখন অপারেশনে রয়েছে। বর্তমানে ৩টি কার্গো ভ্যাসেল, ১টি এলপিজি ক্যারিয়ারসহ ১০টি আইআর ক্লাস অনুমোদিত জাহাজ নির্মাণাধীন রয়েছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকমানের উচ্চক্ষমতাসম্পন্ন সব ধরনের কার্গো জাহাজ, অয়েল ট্যাংকার, বার্জ, টাগবোট, ড্রেজার ইত্যাদি নির্মাণে সক্ষম। সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণে বিকাশমান অর্থনীতির প্রবৃদ্ধির সঙ্গে সংগতি ও প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ সামনে রেখে ডেল্টা শিপ ইয়ার্ড জাহাজ নির্মাণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও অংশীদারিত্ব বাড়াতে বদ্ধপরিকর।