‘আইএইচটি এন্ড ম্যাটস্’কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন- সিটি মেয়র

0
52

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় নিয়ন্ত্রিত স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সারা দেশের ন্যায় আজ শুক্রবার ৪ বছর মেয়াদী আইএইচটি ও ম্যাটস্ কোর্সের বিভাগীয় ভর্তি পরীক্ষা চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ফিরিঙ্গী বাজারস্থ হেলথ টেকনোলজি এন্ড ম্যাটস্ এ অনুষ্ঠিত হয়। সুন্দর,সুশৃঙ্খল, নিশ্চিদ্র নিরাপত্তা এবং মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু হয়ে ১১ টা পর্যন্ত চলে। এ পরীক্ষায় ১ হাজার ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ শত ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ১ শত জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ইনষ্টিটিউট ভবনের ২৬টি হলে হল সুপার,পরিদর্শক সহ ৮০ জন কর্মকর্তা-কর্মচারী এ পরীক্ষায় দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত হেলথ টেকনোলজি এন্ড ম্যাটস্ প্রতিষ্ঠা লগ্নের পর এ প্রথম বারের মত ৪ বছর মেয়াদী আইএইচটি ও ম্যাটস্ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাহাঙ্গীর, সিভিল সার্জন চট্টগ্রাম ডা. আজিজুর রহমান সিদ্দিকী স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরীক্ষা কেন্দ্র তদারকির দায়িত্বে ছিলেন। এছাড়া ফৌজদারহাট আইএইচটির অধ্যক্ষ ডা. মাহফুজুল হক ও সিটি কর্পোরেশন হেলথ টেকনোলজি ও ম্যাটস্ এর অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী যথাক্রমে পরীক্ষাকেন্দ্র প্রধান ও সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত হেলথ টেকনোলজি এন্ড ম্যাটস্ এর ৪ বছর মেয়াদী আইএইচটি ও ম্যাটস্ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সংবাদ পেয়ে পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের দেখতে ছুটে যান সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মনোনীত কর্মকর্তাদের সাথে আলাপ কালে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত এ প্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে মনোনীত করায় স্বাস্থ্য অধিদপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সিটি মেয়র।