আইএস; যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর সঙ্গে এবার যোগ দিলো অস্ট্রেলিয়া

0
60

কট্টরপন্থি সংগঠন ইসলামিক স্টেটকে মোকাবিলায় (আইএস) যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর সঙ্গে এবার যোগ দিলো অস্ট্রেলিয়া। ইরাকে আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান অভিযান পরিচালনার প্রস্তাবটি অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, ইরাক সরকারের অনুরোধে এবং সরকারকে সমর্থন দিতে ইরাকে বিমান হামলা পরিচালনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ইরাকের সামরিক বাহিনীকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান ও সহযোগিতায় অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীও মোতায়েন করা হচ্ছে ইরাকে।