আউড ডোরে রোগী না দেখে এমআরদের সাথে আড্ডা

0
94

কায়সার হামিদ মানিক, উখিয়া :
উখিয়া হাসপাতালে ্করর্তব্যরত ডাক্তাররা চিকিৎসাকালীন সময়ে ব্যস্ত থাকে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে যার ফলে দূর দূরান্ত থেকে আসা রোগীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন সকালে মোটর সাইকেল যোগে ডাক্তারদের সাথে আড্ডা করে ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায়ও কোন ডাক্তার আউড ডোরে কোন রোগী দেখেনি। ওই সময়ও ঔষুধ কোম্পানির লোকজন নিয়ে ডাক্তারগণ ব্যস্থ সময় কাটাচ্ছে। এমনিতেই উখিয়া হাসপাতালে ডাক্তার সংকট হওয়ার কারনে এনজিওদের ডাক্তার দার করে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। চিকিৎসা করতে আসা জালাল আহম্মদ জানান, প্রতিদিন ঔষুধ কোম্পানির লোকজনদের সাথে ডাক্তাররা আড্ডা মারে। যার ফলে আমরা রোগীরা টিকেট নিয়েও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। এ ধরনের বহু রোগীরা অভিযোগ করার পরও ঔষুধ কোম্পানির লোকজনকে থামানো যাচ্ছে না। এ ব্যাপারে জানতে চাইলে, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা মিছবাহ উদ্দিন আহম্মদ বলেন, হাসপাতালে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা কোন সময়ে ডাক্তারদের সাথে কথা বলবে। কিন্তু তারা এ নোটিশ অমান্য করে ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা রোগীর উপস্থিতির সময় ডাক্তারদের সাথে কথা বলতে ব্যস্থ হয়ে পড়ে। অর্থাৎ ঔষুধ কোম্পনির প্রতিনিধিরা ডাক্তারদের বলে থাকেন তাদের ঔষুধ খুব উন্নত