আগামীতেও পরাজিত হবেন খালেদা-তোফায়েল

0
77

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৯২ দিনে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি, পরাজিত হয়েছেন। সবশেষে আদালতে আত্মসমর্পন করে ঘরে ফিরে গেছেন। তিনি পরাজিত হয়েছেন, আগামীতেও পরাজিত হবেন।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল বলেন, ‘খালেদা জিয়া ঘরে ফিরে গেছে। শুধু সেই শিশু মায়ের কোলে ফিরে যেতে পারেনি যে, পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। ফিরতে পারে নাই আমার বাসের চালক-হেলপার। আজও বার্ন ইউনিটে তাদের কান্নার আওয়াজ শোনা যায়।’

তিনি বলেন, ‘৯২ দিনে খালেদা জিয়ার আন্দোলন মানুষ প্রত্যাখ্যান করেছেন। শেখ হাসিনা বিজয়ী হয়েছেন।’

আওয়ামী লীগের এ উপদেষ্টা বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। কিন্তু সে দিন বেশি দূরে নয়, যেদিন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৯ সালে অঙ্গীকার করছেন। ২০২১ সালে আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। রূপকল্প-২০২১।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজকে আমরা এগিয়ে যেতে শুরু করেছি বলেই আন্তর্জাতিক বিশ্বের মানুষ বলতে শুরু করেছে। কে বলে বাংলাদেশ তলা বিহীন ঝুড়ি? কে বলে বাংলাদেশ ঘূর্ণিঝড়-জলোচ্ছাসের দেশ ছিল? কে বলে বাংলাদেশ প্রাকৃতিক দুযোর্গের দেশ? আজকে মানুষ বলে আগামী দিনে এ বিশ্বের বুকে একটি সমৃদ্ধশালী দেশ হবে বাংলাদেশ। শেখ হাসিনা সেই স্বপ্নপূরণ করে চলছে।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ। সভায় আরো উপস্থিত ছিলেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক প্রমুখ।