আগামী সংসদ নির্বাচনের পূর্বেই সংখ্যালঘু মন্ত্রণালয় দাবি

0
51

আগামী সংসদ নির্বাচনের পূর্বেই সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, হিন্দু বিবাহ নিবন্ধন আইনের বাধ্যতামূলককরণ, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনসহ পার্বত্য শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়নে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত।

তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লাস্থ আর্বান ভবনে ঐক্য পরিষদ কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ দাবী করেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে সংখ্যালঘু স্বার্থবিরোধী কাউকে মনোনয়ন দেয়া হলে সংখ্যালঘু জনগোষ্ঠী সে সব নির্বাচনী এলাকায় তাদের ভোট দেবে না। এড. দাশগুপ্ত নির্ভয়ে, নির্বিঘ্নে অবাধ ভোট দানের পরিবেশ নিশ্চিত করার উপর জোর গুরুত্বারোপ করে জনসংখ্যার আনুপাতিক হারে পার্লামেন্টে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য গণতন্ত্রগামী সকল রাজনৈতিক দল ও জোটের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বাবু অধরলাল চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস হোড়। লায়ন শেখর দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন এড. প্রদীপ কুমার চৌধুরী, বিজয় কুমার বড়ুয়া, এড. হরিপদ চক্রবর্ত্তী, এড. তুষার সিংহ হাজারী, সজল চৌধুরী, শ্রীনিবাস দাশ সাগর, বিমল মিত্র, রিটু দাশ বাবলু, চেয়ারম্যান অসীম দেব, জিতেন কান্তি গুহ, চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, হরিপদ চৌধুরী, এড. কানুরাম শর্মা, তাপস কান্তি দে, রাজীব দাশ, বিষ্ণুযশা চক্রবর্ত্তী, মাস্টার শ্যামল দে, রাজু দাশ হিরো, দোলন মজুমদার, ডাঃ চন্দন দত্ত, দেবর্ষী চক্রবর্ত্তী, গোপন বড়ুয়া, অনুপ দাশ, আশুতোষ চক্রবর্ত্তী, উৎপল রক্ষিত, রতিলাল দাশ, মেম্বার মনজু রাণী বিশ্বাস, দীলিপ দত্ত, অচ্যুতানন্দ ওয়াদ্দাদার, সাজীব বৈদ্য, শ্যামল দেব, প্রদীপ গুহ, টাংকু চৌধুরী, রাজিন দাশ রাহুল, কাঞ্চন আচার্য্য, রঞ্জন আচার্য্য, জোটন মজুমদার, সরোজ চৌধুরী, ডাঃ প্রভাষ চক্রবর্ত্তী প্রমুখ।

সভায় এডভোকেট রানা দাশগুপ্ত আরো বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে সংখ্যালঘুরা অস্তিত্বের সংকটে পড়েছে। এ সংকট থেকে উভয়কে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সংখ্যালঘুদের প্রাণের দাবি ৭ দফা যে রাজনৈতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত হবে সংখ্যালঘুদের সমর্থন তাদের প্রতি থাকবে। তিনি যুক্ত নির্বাচনের ভিত্তিতে সংসদে সংখ্যালঘুদের জন্য ৬০টি আসন সংরক্ষণের দাবিকে জোরদার করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।