আজিজুল কদির

0
280

শুভ জন্মদিন আজিজুল কদির

আজিজুল কদির এর জন্মদিনে আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা। মগ্ন চৈতন্যে শিষ দেয় চিত্রশিল্পী আজিজুল কদিরের সৃজনশীল প্রতিভা। দৃষ্টির লাবণ্যে জেগে উঠে তাঁর মসৃণ উজ্জল অনুভূতি। আনন্দ সময়ের সঞ্চয় থেকে লিখেন, আঁকেন সময়ের প্রয়োজনে। এখন আপাদমস্তক একজন সংবাদ কর্মী। পেশায় সাংবাদিক আজিজুল কদির চারুকলার একজন ছাত্র। ১৯৯৫ সালে চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজ থেকে ব্যাচেলর অব ফাইন আর্টস ও ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনস’ চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট থেকে অ্যাপ্লাইড আর্ট থেকে মাস্টার্স অব ফাইন আর্টস সম্পন্ন করেন। চারুকলা কলেজে অধ্যয়নকালে বার্ষিক প্রদর্শনীতে ১৯৯২ সালে ডিজাইনে শ্রেষ্ঠ মাধ্যম পুরস্কার অর্জন করেন তিনি। বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন তিনি। বর্তমানে তিনি দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় একজন প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দৈনিক চট্টগ্রাম মঞ্চ, দৈনিক পূর্বকোণ এবং ইন্ডিপেনডেন্ট টিভিতে কাজ করেছেন।
১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনায় যে যুদ্ধ সংঘটিত হয় তাতে সোচ্চার হয়ে ছবি এঁকেছেন শিল্পী আজিজুল কদির। সেসময় তা প্রদর্শিত হয়েছিল ঢাকায় অনুষ্ঠিত অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক প্রদর্শনীতে। মেধাবী এই শিল্পী তাঁর শিল্প-চর্চায় নিবদ্ধ থেকে চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজের আয়োজনে এই পর্যন্ত একক প্রদর্শনী করেছেন দুটি।