আজ একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান

0
92

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। ম্যাচে টস করতে নামলেই বিশ্বরেকর্ড গড়বেন ২০ বছর ৩৫০ দিন বয়সী আফগান অধিনায়ক রশিদ খান। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেয়ার রেকর্ড হয়ে যাবে রশিদের। মাত্র ৮ দিনের ব্যবধানে এগিয়ে থাকায় টাটেন্ডা টাইবুর রেকর্ডটা ভেঙে দেবেন এই লেগস্পিনার। জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটসম্যান টাইবু ২০০৪ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে নেমেছিলেন ২০ বছর ৩৫৮ দিন বয়সে। নিজের রেকর্ডগড়া ম্যাচে ভালো কিছুর প্রত্যাশা রশিদের। অবশ্য শক্তিমত্তা আর অভিজ্ঞতার বিচারে প্রতিপক্ষ বাংলাদেশকে এগিয়ে রাখছেন তিনি। গতকাল আফগান অধিনায়ক বলেন, ‘এই বয়সেই দলকে নেতৃত্ব দেয়া আমার কাছে বিশেষ কিছু।
ইনশাআল্লাহ, ভালো করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। টেস্টে আমাদের অভিজ্ঞতা অল্প। অবশ্যই বাংলাদেশ আমাদের চেয়ে এগিয়ে। তবে আমাদের দলটা প্রতিভাবান। আমাদের কেবল ইতিবাচক ক্রিকেট খেলা প্রয়োজন। টেস্ট হলো ধৈর্য্যের খেলা, মাথা ঠান্ডা রাখতে হয়। আমরা যদি সেটা করতে পারি তবে অবশ্যই ফল ইতিবাচক হবে।’ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই বেশ জমে। রশিদ খান বলেন, ‘বাংলাদেশের ব্যাটসম্যান ও বোলারদের আমরা চিনি-জানি। আমাদের ব্যাটসম্যান ও বোলারদের সম্পর্কেও ওরা জানে। কাজেই দারুণ একটা লড়াই হবে। আমরা নিজেদের শতভাগ উজার করে দিয়ে ম্যাচটা উপভোগ করার চেষ্টা করবো। আমরা ম্যাচের ফল নিয়ে ভাবছি না। কেবল নিজেদের কাজগুলো ঠিকভাবে করতে চাই।’ প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আফগান স্পিনাররা। আর রশিদ স্পিনারদের ওপরই ভরসা করছেন। তিনি বলেন, ‘এমন কন্ডিশনে আপনি স্পিনারদের ওপর বেশি নির্ভরশীল হবেন। কারণ এখানকার উইকেট স্পিনাদের অনুকূলে।’ তবে রশিদ মনে করেন, চট্টগ্রামের উইকেটে সাফল্য পেতে স্পিনারদের সঠিক জায়গায় বল ফেলা জরুরি। আর আগে থেকেই বলা হচ্ছে উইকেট খুব বেশি স্পিন সহায়ক হবে না। ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সুবাদে রশিদ-সাকিব বন্ধু। তাদের বন্ধুত্ব কতোটা গভীর সেটি দেখা গেছে চট্টগ্রামে দুই দলের অনুশীলনের সময়। একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। তবে আজ ওই বন্ধুত্ব ভুলে যাবেন রশিদ। রশিদ বলেন, এটা (অধিনায়কের দায়িত্ব) উভয়ের জন্যই দারুণ কিছু। আমরা সত্যিই ভালো বন্ধু। তবে সাকিবকে দ্রুত আউট করতে চাইবো। এখন জাতীয় দলের দায়িত্ব পালন করছি। আর যখন আমরা জাতীয় দলের হয়ে খেলি তখন দলকে জেতাতে সর্বোচ্চ চেষ্টাই করি।