আঞ্চলিক বিশ্ব ইজতেমার কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

0
43

হাটহাজারীতে ফজয়ের নামাজের পর আম বয়ানের মাধ্যমে আঞ্চলিক বিশ্ব ইজতেমার কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামে স্থাপিত ইজতেমা ময়দানে ফজয়ের নামাজের পর আম বয়ানের মাধ্যমে আঞ্চলিক বিশ্ব ইজতেমার কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ইজতেমায় বাংলাদেশের ছাড়া ও ১০ টি দেশের ১ শ ৮ জন মেহমান বয়ান করবেন। ইজতেমার আগের দিন থেকে শ্রোতের ন্যায় জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লীরা আসতে শুরু করে। মানুষের আগমনের চেয়ে সড়ক ছোট হাওয়ায় ইজতেমায় আগতদের সীমাহীন বেগ পেতে হয়। আম বয়ান শেষে প্রাথমিক ভাবে খিত্তাবৃত্তিক নিদের্শনা প্রদান,দেশী বিদেশী মেহমানদের তত্বাবধান নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।  জোহরের নামাজের পর থেকে পূণরায় বয়ান শুরু হয়। বয়ান রাত পর্যন্ত চলবে বলে ইজতেমা আয়োজনকারীরা গণমাধ্যমকে জানান।আঞ্চলিক ইজতেমায় মুসল্লীদের পদভারে এলাকায় উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে।  মুসল্লী ছাড়া বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ইজতেমা দেখার জন্য এলাকায় ছুটে আসছে।ইজতেমা প্রাঙ্গনের আশেপাশে চলছে মেলার উৎসব।  অনেকই মেলা থেকে সওদা করছে । মুসল্লীরা মেলা থেকে তাদের প্রয়োজনীয় পন্যদ্রব্য ক্রয় করছে। ইজতেমা প্রাঙ্গনে প্রতিষ্ঠিত দোকান পাটে কোন পন্য সামগ্রীর দাম যাতে বাড়তি নিতে না পারে সেজন্য প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল গঠন করে দিয়েছে। স্বেচ্ছাসেবকেরা বিভিন্ন পন্যের দোকানে গিয়ে বাড়তি মূল্য নিচ্ছে কিনা খবরাখবর সংগ্রহ করছে।  বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভু’মি) আরিফুল ইসলাম সরদার সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে বিষয়টি সরোজমিনে পরিদর্শন করেন। তিনি এসময় প্রত্যেক দোকানীকে পন্যের মূল্য তালিকা ঠাঙ্গানোর জন্য নিদের্শনা প্রদান করে পরে তাদেরকে চড়াদামে পন্য বিক্রি না করার জন্য সর্তক করে দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান