আটটি লাইটার জাহাজকে ২ লাখ টাকা জরিমানা

0
113

বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতাসহ বিভিন্ন অপরাধে আটটি লাইটার জাহাজকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।

তিনি জানান, মাস্টারবিহীন জাহাজ পরিচালনা, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, অতিরিক্ত পণ্য বোঝাই এবং বে ক্রসিং অতিক্রমের অনুমতি না থাকায় ৮টি লাইটার জাহাজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি লাইটার থেকে ১ লাখ ৭৯ হাজার টাকা বকেয়া আদায় করা হয়।

যেসব জাহাজকে জরিমানা করা হয়েছে সগুলো হলো- এমভি রাফিদ-১, এমভি প্রিন্স অব দ্বীপ-১, এমভি ফজলুল হক-৫, এমভি আটপাড়া, এমভি ফুয়াদ-৩, ওটি তালমাহ, ওটি জারমিনা। এছাড়া এমভি রেড রোজ ও এমভি হাজী ওহাব-১ থেকে বকেয়া আদায় করা হয়।