আটলান্টিকের তলে মসজিদ!

0
101

আটলান্টিকের তলে মসজিদ!ঝুলন্ত উদ্যানের কথা শুনেছেন অনেকে, কিন্তু কেউ কি ঝুলন্ত মসজিদের কথা শুনেছেন? এবার মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে এ রকম একটি মসজিদের খবর পাওয়া গেছে। আটলান্টিকে অবস্থানকারী জাহাজ থেকে মসজিদটিকে

দেখলে মনে হবে টেউয়ের বুকে যেন সেটি দুলছে। আর একটু কান পাতলে শোনা যাবে নামাজে তিলাওয়াতের সুর। মসজিদের তিন ভাগের একভাগ নীল আটলান্টিকের ওপর, আর বাকি অংশটি সমুদ্রের তলায়। মসজিদটি তৈরি করেছেন বাদশাহ দ্বিতীয় হাসান। ফরাসি কোম্পানির সহায়তায় মসজিদের ভাস্কর্য আরও বেড়েছে। ফরাসি স্থপতি মিশেল পিনচিউকের হাতের ছোঁয়ায় মসজিদের দেয়ালের সরু নকশা আরও ফুটে উঠেছে। ২২ দশমিক ২৪ একরের মসজিদটিতে রয়েছে গ্রন্থাগার, কোরান শিক্ষালয়, আলোচনা কক্ষ প্রভৃতি। এখানে এক লাখ মানুষ নামাজ পড়তে পারেন। মিনারের উচ্চতা ২০০ মিটার। মেঝে থেকে ছাদের উচ্চতা ৬৫ মিটার এবং এর ছাদটি প্রতি তিন মিনিট অন্তর কৃত্রিম উপায়ে খুলে যায়। এতে মসজিদের ভেতরে আলো, বাতাস ঢুকতে পারে। মসজিদের বাইরে রয়েছে ১২৪টি ঝরনা ও ৫০টি ক্রিস্টালের ঝাড়বাতি। মসজিদটির অভূতপূর্ব সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না। সূত্র : ওয়েবসাইট।