আদালত অবমাননার দায়ে ইউপি চেয়ারম্যানের জেল

0
106


বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানে আদালত অবমাননা মামলায় চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন’কে ৩ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত এই আদেশ দেন।
আইনজীবিরা জানায়, ২০১৪ সালে আলিকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে সীমানা বিরোধের ঘটনায় জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে একটি মামলা দায়ের হয়। এ মামলায় আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন’কে নির্দেশ দেয়া হয়। আদালত বারবার নির্দেশ দেয়া সত্ত্বেও তদন্ত প্রতিবেদন দাখিল না করায় জুডিশিয়াল ম্যাজিস্টেট বাদী হয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত করে আদালত ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন’কে ৭ দিনের কারাদ- দেন। এই রায়ের বিরুদ্ধে দ-প্রাপ্ত ইউপি জেয়ারম্যান বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে আপিল দায়ের করেন। বৃহস্পতিবার শুনানি শেষে আদালথ ৪ দিন সাজা মওকুফ করে রাষ্ট্রীয় স্বার্থে ৩ দিনের সাজা বহাল রাখেন। তবে দ-প্রাপ্ত ইউপি চেয়ারম্যান’কে কারাগারে পাঠানো হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম জানান, ঘটনাটি আদালত সংক্রান্ত হওয়ায় পুলিশ বিষয়টি অবগত নয়।