আদালত প্রাঙ্গনে আলীগ নেতার ছেলেকে পুলিশ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

0
142

চকরিয়াকক্সবাজারের চকরিয়ায় আদালত প্রাঙ্গনে আওয়ামীলীগ নেতার এক ছেলেকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে আদালতের পুলিশ কর্মকর্তা (সিএসআই) আবুল কালাম আজাদকে মারধর করেছে আওয়ামী লীগের লোকজন। সোমবার বিকেল পাঁচটার দিকে ঘটেছে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও আদালতের পুলিশ জানিয়েছেন, একটি মারামারি মামলার পলাতক আসামী চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকান্দর বাদশা ওরফে নাগু সওদাগরের ছেলে বেলাল হোসেনকে থানা পুলিশ গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করে। সেখান থেকে আদালতের পুলিশ তাকে আজ বিকালে কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত প্রাঙ্গনে উপস্থিত হয়। এসময় বেলাল হোসেনকে কেন তাড়াতাড়ি করে হাজতে নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বাক বিতন্ডা ও তর্কাতর্কি ঘটে। একপর্যায়ে আদালতের সিএসআই আবুল কালাম আজাদকে কিলঘুষি ও লাথি মেরে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা করে তারা। ঘটনার খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন।