আধুনিক এ্যাসফল্ট প্ল্যান্টসহ ২শত কোটি টাকার প্রকল্প উদ্বোধন

0
61

এডিপি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে নগরীর সাগরিকা ইয়ার্ডে জার্মানীর প্রযুক্তিতে নির্মিত ঘন্টায় ১শত টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ্যাসফল্ট প্ল্যান্ট, ৫০টন ক্ষমতা সম্পন্ন ২টি ওয়েব্রীজ, সিসি ক্যামেরা, রাস্তা উন্নয়ন, নালা নির্মাণ, স্টক ইয়ার্ড নির্মাণ, প্ল্যান্ট অফিস ও সাবস্টেশন নির্মাণ, ডাম্প ট্রাক, পে-লোডার, টায়ার রোডার, ভাইব্রেটর রোলার, পেভার মেশিন, টেলিস্কোপ ক্রেন, হুইল ডোজার, জীপ, প্রাইম মোভার, জেনারেটর, ওয়াইফাই সংযোজন সহ নানামুখি ১শত ৯৯ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার টাকার উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও মুনাজাতের মধ্য দিয়ে ১০ মার্চ শনিবার, সকালে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধন শেষে মেয়র এ্যাসফল্ট প্ল্যান্ট সহ যাবতীয় উন্নয়ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন। পরে সাগরিকা ষ্টোর চত্বরে আড়ম্বর একটি সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সুধি সমাবেশে প্যানেল মেয়র, কাউন্সিলর, প্রকৌশল বিভাগের অধীনস্থ সিভিল, যান্ত্রিক ও বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী ও কর্মচারীবৃন্দ সহ চসিক এর বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সুধি সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ। এতে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ আজম, শফিউল আলম, জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, আঞ্জুমান আরা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, প্রকল্প পরিচালক, উপ প্রকল্প পরিচালক, সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক সুদীপ বসাক। উপস্থাপনায় ছিলেন নির্বাহী প্রকৌশলী ঝুলন কুমার দাশ। বর্ণাঢ্য এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সাগরিকা ইয়ার্ডে স্থাপিত এ্যাসফল্ট প্ল্যান্ট সহ প্রায় ২শত কোটির কার্যক্রমের বিশদ বিবরণ দিয়ে বলেন, নগরীর সড়ক উন্নয়ন ও মেরামত কাজ মানসম্মত এবং দ্রুত করার লক্ষ্যে এ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপিত হলো। এটিকে আয়বর্ধক প্রকল্পে হিসেবেও চসিক অর্থনীতিতে অবদান রাখবে। তিনি বলেন, সাগরিকা ইয়ার্ডে ল্যাবরেটরী, বহুতল ভবন সহ আরো বহু প্রকল্প বাস্তবায়িত হবে। মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য প্রসঙ্গে বলেন, দেশপ্রেম ধারণ করে নিজ নিজ ব্যক্তি স্বার্থ পরিহার করে নাগরিক সেবাকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানের প্রতি দরদী হয়ে উৎসাহের সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করার জন্য কর্মচারীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। তিনি কর্মকর্তা-কর্মচারী ধারণায় না রেখে নগরের একজন হিসেবে নাগরিক সেবায় মনোযোগী হতে সকলকে পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে চালকদের ইউনিফরম বিতরণ করেন মেয়র।