আধুনিক গুদাম তৈরিতে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

0
82

অর্থ-বাণিজ্য প্রতিবেদক |
আধুনিক খাদ্য গুদাম তৈরিতে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। ‘মডার্ন ফুড স্টোরেজ ফেসিলিটিজ প্রজেক্ট প্রকল্প’ বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে ২১ কোটি মার্কিন ডলারের একটি ঋণচুক্তি সোমবার স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন কাইমস এতে স্বাক্ষর করেন। আরাস্তু খান বলেন, প্রকল্পটি বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও মূল্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এ প্রকল্পের আওতায় দক্ষিণ অঞ্চলে ৫ লাখ বাড়িতে চাল বা বীজ মজুদ রাখার ছোট ছোট পাত্র দেওয়া হবে। এ ঋণের উপর বিশ্বব্যাংককে শূণ্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ প্রদান করতে হবে। এ ঋণ দশ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধ যোগ্য। প্রকল্পটি খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তর চলতি বছর থেকে ২০২০ সালের মধ্যে বরিশাল, নারায়ণগঞ্জ, ঢাকা, আশুগঞ্জ, ময়মনসিংহ, খুলনার মহেশ্বর পাশা, চট্টগ্রাম ও মধুপুর এলাকায় বাস্তবায়িত হবে। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান খাদ্য মন্ত্রণালয়ের ১৮ লাখ মেট্রিক টন খাদ্য মজুদের সুবিধা রয়েছে, যা দেশের চারশ ৭৪টি উপজেলায় বিস্তৃত। বিগত কয়েক দশকে দেশের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, অস্থিতিশীল খাদ্যমূল্য, আপদকালীন খাদ্যশস্যের স্বল্পতা, অপুষ্টি ইত্যাদি বিষয় মোকাবিলার লক্ষ্যে বর্তমান সরকার খাদ্য শস্যের মজুদ ক্ষমতা ২০১৫ সাল নাগাদ ২২ লাখ মেট্রিক টন উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ পেক্ষাপটে খাদ্য মন্ত্রণালয় দেশের আটটি স্থানে ৫ লাখ ৩৫ হাজার ৫০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন আধুনিক আটটি স্টিল সাইল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।