আনোয়ারা সনাতনী সেবক সংঘ’র গীতা বিদ্যাপীঠ’র বর্ষপূর্তি

0
54

 

 

বাংলাদেশ সনাতনী সেবক সংঘের পরিচালনায় ও শ্রীশ্রী বাণী অর্চ্চনা পরিষদের উদ্যেগে গত ০১/০২/২০১৭ ইং, বুধবার, শ্রীশ্রী গৌরীশংকর যোগাশ্রম গীতা বিদ্যাপীঠ’র ৩য় বর্ষ পূর্তী পশ্চিম নাথ পাড়া, তেকোটা, আনোয়ারা বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানাদি, গীতাপাঠ প্রতিযোগীতা ও মহতী ধর্ম সম্মেলনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। ধর্ম সভা উদ্ধোধন করেন শ্রীমৎ মহাব্রতানন্দ অবধূত (মানিক) মহারাজজী এতে প্রধান অতিথি ছিলেন শ্রী সুগ্রীব মজুমদার (দোলন) পরিচালক পল্লী বিদ্যুৎ সমিতি ও আহবায়ক, আনোয়ারা পূজা উদ্যাপন পরিষদ, প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, বিশেষ অতিথী ছিলেন লায়ন শ্রী অজিত কুমার নাথ, বিশেষ বক্তা সংগঠনের উপদেষ্টা শ্রী কালীপদ ঘোষ, মাষ্টার শ্রী রাজচন্দ্র দেবনাথ, আলোকিত বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী উজ্জ্বল চন্দ্র চন্দ, পৃষ্টপোষক- মাষ্টার শ্রী পংকজ কান্তি দে, গীতা প্রশিক্ষক- মাষ্টার শ্রী রাজীব নাথ, শ্রী সুজন দাশ, এতে সভাপত্বিত করেন মাষ্টার শ্রী রেবতী চরণ নাথ, বিশিষ্ট সমাজ সেবক ও ভূমিদাতা সদস্য গৌরিশংকর যোগাশ্রম, স্বাগত বক্তব্য রাখেন শ্রী রাজীব দেবনাথ, শ্রী শিমুল দেবনাথ, শ্রী প্রাণতোষ দেবনাথ, প্রকাশ দেবনাথ, জনি দেবনাথ, শ্রী শিপ্লব দেবনাথ এবং বাণী অর্চ্চনা পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের অন্যতম সদস্য শ্রী সুজন ধর, পরে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
অতিথিরা বলেন, ধার্মিক ব্যক্তি পৃথিবীর অলংকার স্বরূপ। প্রকৃত ধার্মিক ব্যক্তি মানবতার কল্যানে দেশ, জাতি ও রাষ্ট্রের জন্য অবদান রাখেন বলে অভিমত প্রকাশ করেন।