আবরার হত্যার আসামি মাজেদুল গ্রেফতার

0
116

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলার আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোরে সিলেটের শাহ কিরন এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের অভিযানে গ্রেফতার মো. মাজেদুল ইসলাম (২১) বুয়েটের এমএমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।

ডিএমপি নিউজ এতথ্য নিশ্চিত করে জানায়, গোয়েন্দা-দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম মাজেদুলকে গ্রেফতার করেছে।

আবরার হত্যাকাণ্ডের ঘটনায় মাজেদুলসহ এখন পর্যন্ত ১৭জনকে গ্রেফতার করা হলো। এর আগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় অমিত সাহা ও মিজানুর রহমান মিজান নামের দুই শিক্ষার্থীকে।

ফেসবুকে একটি স্ট্যাটাসের জেরে আবরারকে রোববার রাতে ডেকে নিয়ে যান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে কয়েক ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করা হয়।

ওইদিন রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির করিডোর থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন সোমবার রাতে নিহত আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১১ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।