আবরার হত্যার প্রতিবাদে ঢাকা পলিটেকনিক ছাত্রদলের বিক্ষোভ

0
110

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্র‌তিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা পলিটেকনিক ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মগবাজার চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এফডিসি মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মি‌ছিলে উপ‌স্থিত ছিলেন ঢাকা প‌লিটেক‌নিক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী ই‌লিয়াস, যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক ম‌নির হোসেন,‌ যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ ন‌কিবসহ হা‌দিসুর রহমান শা‌হিন, পারভেজ মোশারফ, শ‌শি, ইমন প্রমুখ।

গত রোববার রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ১৯ জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া অভিযুক্ত ১১ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।

আবরার হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার বুয়েট ক্যাম্পাসে চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুক্রবার দুপুর ২টার মধ্যে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনায় না বসলে বুয়েটের সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তারা।