আমন ধানের চারা রোপন শুরু

0
48

শফিউল আলম, রাউজান ঃ রাউজানে আমন ধানের চারা রোপন শুরু করছে কৃষকেরা । রাউজান উপজেলার ১৪টি ইউািনয়ন ও পৌরসভায় ১১ হাজার ৫শত হেক্টর ফসলী জমিতে এবার আমন ধানের চাষাবাদ করা হবে । রাউজানের হলদিয়া ইউনিয়নের বৃন্দ্বাবন পুর, বৃকবানপুর, জানিপাথর, হলদিয়া, গর্জনিয়া, এয়াসিন নগর, বানারস, উত্তর সর্তা, গলাচিপা, সিংহরিয়া, ডাবুয়া ইউনিয়নের কেউকদাইর, পশ্চিম ডাবুয়া, লাঠিছড়ি, পুর্ব ডাবুয়া, কেউকদাইর, রাধামধবপুর, হিংগলা, মেলুয়া, সুড়ঙ্গা, দক্ষিন হিংগলা, কলমপতি, চিকদাইর ইউনিয়নের পাঠান পাড়া, দক্ষিন সর্তা, গহিরা ইউনিয়নের দলই নগর, রাউজান পৌরসভার প্র্বু রাউজান, ঢালারমুখ, কাজী পাড়া, আইলী খীল ওয়াহেদের খীল, পশ্চিম রাউজান, ঢেউয়া পাড়া, সাহানগর, সাপলঙ্গা, শরীফ পাড়া, ছত্র পাড়া, দলিলাবাদ, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, রশিদের পাড়া, জয়নগর বড়–য়া পাড়া, কেউটিয়া, পশ্চিম রাউজান, হরিশ খান পাড়া, রানী পাড়া, সমশের নগর, কদলপুর ইউনিয়নের শমশের পাড়া, ভোমর পাড়া, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া এলাকার ফসলী জমিতে কৃষকেরা আমন ধানের চারা রোপন করছে । রাউজানের অনান্য এলাকায় এখনো ফসলী জমিতে পানি থাকায় আমন ধানের চারা রোপন শুরু করেনি । ফসলী জমি থেকে পানি নেমে গেলে ঐ সব এলাকার কৃষকেরা আমন ধানের চারা রোপন করবেন বলে রাউজান উপজেলা কৃষি অফিসার বেলায়েত হোসেন জানান ।