আমরা কি আদিম যুগে ফিরে যাচ্ছি?

0
76
Exif_JPEG_420

Exif_JPEG_420
Exif_JPEG_420

তনু হত্যার বিচারের দাবীতে বোয়ালখালীতে খেলাঘরের বিক্ষোভ সমাবেশ মানব বন্ধনে বক্তারা

আমরা কি আদিম যুগে ফিরে যাচ্ছি? একজন মেধাবী ছাত্রীকে এত নির্মমভাবে হত্যা করতে পারে ? সেনা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে কিভাবে বর্বর হত্যাকান্ড ঘটতে পারে ? হত্যার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার দূরের কথা, কোন কুল কিনারাই করতে পারেনি আইনশৃংখলাবাহিনী। এ হত্যাকান্ড মুক্তিযুদ্ধের পাকহানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায় বোয়ালখালী উপজেলা সদরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী ,নাট্যর্কর্মী শিল্পী সোহাগী জাহান তনু সহ সকল শিশু হত্যার বিচারের দাবীতে খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধনে বক্তারা এ কথা বলেন ।

Exif_JPEG_420
Exif_JPEG_420

খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈনুল আবেদীন নাজিম, শিক্ষক ভূপাল চক্রবর্তী, শৈবাল দাশ, জাহাঙ্গীর আলম, প্রলয় চৌধুরী মুক্তি, খেলাঘর দক্ষিণ জেলা কমিটির সম্পাদক লিটন কুমার শীল, সাংবাদিক আল সিরাজ ভান্ডারী, পূজন সেন, এম মহিউদ্দীন, দিশারী খেলাঘরের সহ-সভাপতি নার্গিস আকতার, সাধারণ সম্পাদক শ্রীচরণ বিশ্বাস, সাহিত্য সম্পাদক মাইয়েশা ফারজানা, পাঠাগার সম্পাদক তুলি চৌধুরী, মৃদুল শর্মা, কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. হারুনর রশীদ চৌধুরী, শিক্ষক সুধাংশু বিমল ধর, সাজিয়া বেগম, সুলাতানা আকতার, রবিউল করিম।