‘‘আমার হার্ট তোমার হার্ট সুস্থ্য রাখতে অঙ্গীকার করি একসাথে’’

0
230

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস।

আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী ও সেমিনার আয়োজন করে হাসপাতালটি।

শনিবার সকাল ১০টায় হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে নগরীর জিইসি মোড় ও গোলপাহাড় মোড় ঘুরে হাসতাপালে এসে শেষ হয়। র‌্যালী পরবর্তী বিশ্ব হার্ট দিবসের সচেতনতার লক্ষে হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত হয় সেমিনার।
দি ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর সহযোগিতায় ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টার আয়োজিত সেমিনারে বৈজ্ঞাণিক প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন ডা: সারওয়ার কামাল।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এফ এ আর শোকরানা এর সভাপতিত্বে ও কার্ডিয়াক সার্জন ডা: শরীফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হাসপাতালের চীফ কার্ডিওলজিস্ট ডা: আবদুল মোত্তালিব, কার্ডিওলজিস্ট ডা: আকতার হোসাইন,কার্ডিয়াক এনেস্থেসিওলজিস্ট ডা: সুমন শিকদার, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর ডেপুটি মার্কেটিং ম্যানেজার আনোয়ার হোসেন।
এতে উপস্থিত ছিলেন, হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা: মুজিবুল হক, ডা: ফজলে আকবর চৌধুরী, ফিন্যান্স ডিরেক্টর ইঞ্জিনিয়ার সেকান্দার প্রমুখ।
এবারের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো, ‘‘আমার হার্ট তোমার হার্ট সুস্থ্য রাখতে অঙ্গীকার করি একসাথে’’।