আমিরাতে দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু

0
103

মুহাম্মদ আলী রশীদ আমিরাত প্রতিনিধি:

দেশের সাথে মিল রেখে ঢাকা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের ২টি বাংলাদেশী স্কুলে আাজ সোমবার স্হানীয় সময় সকাল ৮টা হতে এস এস সি পরীক্ষা শুরু হয়েছে। আমিরাতে দুই কেন্দ্রে মোট ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। বাংলাদেশ দূতাবাসের তত্তাবধায়নে আবুধাবীস্হ শেখ খলীফা বাংলাদেশ স্কুলে মোট ৩৭ জন পরীক্ষার্থী বিজ্ঞান ও বানিজ্য বিভাগে পরীক্ষা দিচ্ছেন। বিজ্ঞান বিভাগে ১১ জন ছাত্র ও ১১ ছাত্রী মোট ২২ জন । বাণিজ্য বিভাগে ১০ জন ছাত্র ও ৫ জন ছাত্রীসহ মোট১৫ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। আবুধাবীস্হ বাংলাদেশ দূতাবাসের মোহাম্মদ ইনতাজুল হক ও স্কুল অধ্যক্ষ মীন আনিসুল হাসান পরীক্ষার সার্বিক তদারকি করেছেন। অপরদিকে দুবাই বাংলাদেশ কনসুলেটের তত্তাবধানে রাস আল খাইমাস্হ বাংলাদেশ স্কুলে ৩১ জন পরীক্ষার্থী বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পরীক্ষায় দিচ্ছে।তাদের মধ্যে ৯ জন ছাত্র ও ৫জন ছাত্রীসহ ১৪জন বিজ্ঞানে এবং ৮ জন ছাত্র ও ৯ জন ছাত্রীসহ ১৭জন বাণিজ্যে পরীক্ষা দিচ্ছেন। দুবাইস্হ বাংলাদেশ কনসুলেটের হেড অব চ্যান্সারী প্রবাস লামা রাং ও স্কুল অধ্যক্ষ হাবীবুর রহমান পরীক্ষার সার্বিক তদারকির দায়িত্বে আছেন। উভয় স্কুলের শিক্ষার্থীরা ইংরেজী মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন।আবুধাবীতে পরীক্ষার্থীরা প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষা ভাল হয়েছে বলে জানান। স্কুল অধ্যক্ষ মীর আনিসুল হাসান, অভিভাবক ও স্কুল ছাত্রছাত্রীরা সবাই ভাল ফলাফলের আশা করছেন। বিগত বছরগুলোতেও স্কুল দুটো ভাল ফলাফল করেছে।