আমির সিনেমা বানাবেন মৌলানা আজাদকে নিয়ে

0
89

maulana azadবলিউডের অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আমির খান ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা ও স্কলার মৌলানা আবুল কালাম আজাদকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহ প্রকাশ করেছেন। মাওলানা আজাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক আগেই এ সম্পর্কে অনুমান করেছিলেন বলে জানিয়েছেন আমির।
উল্লেখ্য আমির খানের পূর্বপুরুষ মৌলানা আজাদ (দাদার বাবা) বলে জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া। বুধবার আমির খান বলেন, মহান এ নেতার (আজাদ) জীবনকাহিনী নিয়ে সিনেমা তৈরি তার একটি স্বপ্ন।
এক অনুষ্ঠানে আমির বলেন, ‘আমি আশা করি কোনো একসময় আমি আমার অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে মাওলানা আজাদের ওপর একটি সিনেমা তৈরি করতে পারবো। ভারতের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তার জীবনকাহিনী তুলে ধরা আমার একটা স্বপ্ন।’
আমির মাওলানা আজাদের ১৯৪৬ সালের একটি সাক্ষাৎকারের সূত্র উল্লেখ করেন। ভারতের স্বাধীনতা লাভের এক বছর আগেই তিনি ভারতীয় উপমহাদেশের দেশ ভাগের বিষয়ে অনুমান করেছিলেন। এছাড়া তিনি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কেও অনুমান করেছিলেন বলে জানিয়েছেন আমির।