‘আমি সেবক হিসেবে আরেকবার সেবা করার সুযোগ চাই’

0
100

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের মহাজোটের মনোনীত নৌকা পদপ্রার্থী ডাঃ আফসারুল আমীন এম.পি বলেছেন ভোটাররা আমার মনিব। আমি চাকর হিসেবে আপনাদের আবারো সেবা করার সুযোগ চাই। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। সে ধারাবাহিকতা রক্ষায় আপনারা আবারো ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিন। কেননা, নৌকায় উন্নয়ন হয়।

তিনি আজ শনিবার(২২ডিসেম্বর) তার নির্বাচনী এলাকা হালিশহর, রামপুরা ওয়ার্ডে নন্দ মহাজন বাড়ী, পশ্চিম রামপুর, সবুজবাগ, তাসফিয়া আবাসিক এলাকা, ওয়াবদার মোড়, এইচ ব্লক, এলাকায় নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, নৌকায় ভোট দিলে বাংলাদেশ কখনো পথ হারাবে না। ৩০ ডিসেম্বর নির্বাচন ৭০‘র নির্বাচনের মতই গুরুত্বপূর্ণ। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাঝে একবিন্দুও সাম্প্রদায়িকতা ছিল না। তাঁরই কন্যা, দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝেও বিন্দুমাত্র সাম্প্রদায়িকতা নেই। তিনি উপস্থিত সমবেত সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় স্বাধীন নির্বাচন কমিশন ৩০ ডিসেম্বর নির্বাচন সম্পন্ন করবে। সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার দেখে বিএনপি বেসামাল হয়ে গেছে। ড. কামাল হোসেন লন্ডনে অবস্থানরত দন্ডিত তারেক রহমানের নির্দেশ অনুযায়ী ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন। দেশকে শেখ হাসিনা অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। আগামী ৩০ ডিসেম্বর শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশ আবারো অন্ধকারে চলে যাবে। শেখ হাসিনার নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহর পরিণত এবং প্রতিটি পরিবারের একজন বেকার যুবককে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তাই আগামী নির্বাচনে আপনারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নৌকা প্রতীক ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাবেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিজিএমই এর ১ম সহ সভাপতি ও আওয়ামী লীগ নেতা মঈনুদ্দিন আাহমেদ মিন্টু, হালিশহর থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফয়েজ আহমদ, ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক দিদার খান দিলু, ২৫নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহ, আওয়ামী লীগ নেতা আবুল মিয়া, আজিজ খান, মিজানুর রহমান, কাজল, নিয়াজ মো: আজাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সধারণ সম্পাদক খোরশেদ আলম, মহিলা আওয়ামী লীগ নেত্রী রাধা দেবী পূর্ণ, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক মাহমুদ পাপ্পু, সাইফুর রহমান পলাশ, মাসুদ রায়হান জহুর, মো: শফি সওদাগর, খোকন দেববাথ, লিটন কান্তি নাথ, আমিনুল ইসলাম রুবেল, সাজ্জাদ হোসেন বিজয় প্রমুখ।