আলীগের বিজয় র‌্যালী ও আনন্দ সমাবেশ

0
103

Screenshot_13মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী ভারতের সাথে ছিটমহল বিনিময়,স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও অন্তরীখে বঙ্গবন্ধু ভূ-উপগ্রহ স্থাপনে প্রধানমন্ত্রীর অসামান্য সাফল্য এবং ব্রিটিশ পার্লামেন্টে বাঙ্গালীর তিন কন্যার বিজয় উপলক্ষে মহানগর আঃলীগের উদ্যোগে বিজয় র‌্যালী ও আনন্দ সমাবেশ ২৪মে বিকাল ৪টায় লালদিঘী জেলা পরিষদ মার্কেট সম্মুখে নগর সহ-সভাপতি নঈম উদ্দিন চেীধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিজয় র‌্যালী ও আনন্দ সমাবেশ উদ্বোধনকালে নবনির্বাচিত মেয়র ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন বলেন, দেশের সকল বিজয়ে জনগণের সহযোগীতা অপরিহার্য, দেশের অভ্যন্তরীন সাফল্যতীত কর্মকান্ড গুলো বিশ্বের দরবারে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তুলে Screenshot_12ধরছে তা ১৬ কোটি বাঙ্গালীর শ্রেষ্ঠ অর্জন। আমরা সে অর্জন শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ধরে রাখার চেষ্টা করব। এসময় আরো বক্তব্য রাখেন, নগর আঃলীগের সহ-সভাপতি আলহাজ্ব খুরশেদ আলম সুজন,সফর আলী ,অমল মিত্র,এ্যাডঃইফতেখার সাইমুন,নগর সদস্য গোলাম মোঃ চৌধুরী,প্রফেসর নেছার আহমেদ মনজু,প্যানেল মেয়র-২ হাসান মাহমুদ হাসনী,কাউন্সিলর জহুরুল লাল হাজারী,শ্রমিক নেতা মাহবুবুল হক চৌধুরী এটলী,মসিউর রহমান,চন্দন ধর,নগর যুবলীগ আহবায়ক মহিউদ্দীন বাচ্চু ,যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আমিন রনি,যুগ্ম সম্পাদক জাকেরিয়া দস্তগীর,সাংগঠনিক সম্পাদক আমির হামজা সহ নব-নির্বাচিত কাউন্সিলর,মহিলা কাউন্সিলর ,১৬ থানার সভাপতি/সাধারণ সম্পাদক এবং ৪১টি ওয়ার্ডের নেতা-কর্মীরা মিছিল সহকারে আয়োজিত বিজয় র‌্যালী ও সমাবেশে সক্রিয় অংশগ্রহন করে।

বিজয় র‌্যালীটি লালদিঘী মাঠ থেকে শুরু হয়ে আন্দরকিল্লা-চেরাগী পাহাড়-নিউমার্কেট ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।