আলীগের ভুল রাজনীতির জন্য মুক্তিযুদ্ধের চেতনা নির্বাসিত-রব

0
83

আওয়ামী লীগের ভুল রাজনীতির জন্য মুক্তিযুদ্ধের চেতনা নির্বাসিত হয়েছে। যা আর পুনরুদ্ধারের জন্য আজও সংগ্রাম করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার বিকেল ৪টায় জেএসডির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন- জাতীয় সমাজতান্ত্রিক দল মুক্তিযুদ্ধের অনিবার্য ফসল। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি ‘জাতি-রাষ্ট্র’ বিনির্মাণের পর মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার অনিবার্যতা থেকেই জাতীয় সমাজতান্ত্রিক দলের আত্মপ্রকাশ ঘটে। সামাজিক বিপ্লবের মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল আন্দোলন-সংগ্রামের সূচনা করেছিল। যা জাতীয় জীবনে প্রগতিশীল রাজনীতির মাইলফলক বলেও মন্তব্য করেন তিনি।

জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে যেকোনো মুহূর্তেই নির্বাচনের একটি সম্ভাবনা থাকে’। প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে সরকার পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকার আস্থা ইতোমধ্যেই হারিয়ে ফেলেছে।

এতে আরো বক্তব্য রাখেন- এম এ গোফরান, ওয়ালী আহম্মদ পাটোয়ারী, আনোয়ার হোসেন, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহামুদ স্বপন, আবদুল খালেক, আবদুর রাজ্জাক রাজা, জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেন, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, নিউ ইয়র্কের বিশিষ্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন প্রমুখ।