আলু পরিচর্যায় ব্যস্ত কৃষক

0
118

20বগুড়ার আদমদীঘিতে আলু ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। উপজেলায় ৮ হাজার ১ শ’ হেক্টর জমিতে আলু, সরিষা আবাদ করা হয়েছে। তার মধ্যে পাকরী, ফাঁটা পাকরী, দেশি হাগরাই, ললিতা, কাটিলাল, ভুটান, জাম আলুসহ বিভিন্ন জাতের আলু আবাদ করা হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলায় চলতি বছর ৪ হাজার ৬ শ’ হেক্টর জমিতে আলু ও ৩ হাজার ৫ শ হেক্টর জমিতে সরিষা আবাদ হচ্ছে।

মাঠ ঘুরে দেখা গেছে গতবছর আলুর ভালো দাম না পেয়েও চলতি আলু মৌসুমে কোমর বেঁধে মাঠের পর মাঠ আলু ও সরিষা আবাদ করেছে। কয়েকজন কৃষক জানায় আমন ধান কাটা মাড়াইয়ের পর জমি পড়ে থাকে এই সময়ে আলু সরিষা আবাদ অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়।

উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ শাহাদুজ্জামান জানায়, আলু ও সরিষা আবাদের প্রথম থেকে কৃষককে যাবতীয় পরামর্শ দেয়া হচ্ছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে ও কৃষক লাভবান হবেন বলে তিনি আশা করছেন।